The Home of Technology

Select your Language

| | | | | | | Blogger Tips And Tricks|Latest Tips For BloggersFree BacklinksBlogger Tips And Tricks | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |

Wednesday, January 21, 2015

Viber,Tango,WhatsApp,Line,MyPeople সরকার বন্ধ করে দিলেও আপনি নিশ্চিন্তে তা ব্যবহার করুন!!!!! (অ্যান্ড্রয়েড)

উল্লেখ্য যে, সরকার নিরাপত্তা জনিত কারনে বাংলাদেশে ভাইবার,ট্যাংগো,হোয়াটসএ্যাপ, লাইন আর মাইপিপল App বন্ধ করে দিয়েছে বিটিআরসি।
আগামী ২১শে জানুয়ারী পর্যন্ত এই এ্যাপ গুলো বন্ধ থাকবে। প্রয়োজনে নিষেধাজ্ঞার সময় আরো বাড়তে পারে।
আবার অনেকেই বলছেন, এটা আসলে অনির্দৃষ্টকালের জন্যেই বন্ধ করা হয়েছে।
কথা যাই হোক.......যদি বন্ধই করে তবে কোন চিন্তার কারণ নেই!
আমি আজ আপনাদের দেখাবো কিভাবে ব্লক করা সাইট গুলো চালাবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে :evil:
প্রথমে ডাউনলোড করে নিন SuperVPN নামের Apps.
লিংকঃ এখানে
অথবা,  Gogle PlayStore এ SuperVPN free client লিখে সার্চ দিন।
ডাউনলোড করা হয়ে গেলে Apps টি ইন্সটল করুন, ইন্সটল শেষে Open/Run করুন
নিচের ছবির মত আসবে

Connect বাটন এ ক্লিক করুন
I trust this application এ টিক দিন তারপর OK করুন
কিছুক্ষণ অপেক্ষা করুন কানেক্ট হয়ে গেলে মিনিমাইজ করে, চালান আপনার পছন্দের Viber,Tango,WhatsApp,Line,MyPeople etc. :)
আমার মনে হয়না, এর থেকে সহজ আর কিছু হতে পারে :) :) :)