The Home of Technology

Select your Language

| | | | | | | Blogger Tips And Tricks|Latest Tips For BloggersFree BacklinksBlogger Tips And Tricks | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |

Wednesday, January 14, 2015

আপনার নাম ব্যবহার করে কেউ ক্রাইম করলে আপনি কি করবেন?আইপি অ্যাড্রেস এর মাধ্যমেই তাকে খুজে বের করা সম্ভব।

আমরা সবাই আইপি অ্যাড্রেস এর বেপারে কম বেশি যানি।
ধরুন কেউ একজন ইন্টারনেট ব্যবহার করে ভার্চুয়াল জগৎ এ ক্রাইম করছে।
এখন তাকে কিভাবে খুজে বের করা যাবে?
আইপি অ্যাড্রেস এর মাধ্যমেই তাকে খুজে বের করা সম্ভব।
কিভাবে চলুন দেখা জাক।
ধরুন আপনার নাম ব্যবহার করে কেউ ক্রাইম করছে অথবা ধরুন একজন হ্যাকার আপনার আইডি হ্যাক করেছে।
এখন আপনার ইমেইল এ একটা মেইল আসবে জেটি তে ঐ হ্যাকার এর অবস্থান এর একটি আইপি অ্যাড্রেস থাকবে।
আইপি অ্যাড্রেস টি থাকবে এইরকম '177.66.53.5' জা কয়েকটি সংখামাত্র!
জা থেকে আপনি কখনোই বুঝতে পারবেন না এটি কোন জায়গা।
তাই আমাদের একটি ওয়েবসাইট এর সাহায্য নিতে হবে আইপি অ্যাড্রেস থেকে ঠিকানা জানতে।
www.ip-tracker.org
তারপর নিচে দেখুন একটি বক্স আছে।
সেখানে ওই আইপি অ্যাড্রেস টিই বসিয়ে Trace IP With IP Track এ ক্লিক করুণ।
তারপর দেখুন ঐ আইপি অ্যাড্রেস এর সব ডিটেইলস চলে আসছে।
এইভাবে খুব সহজে জানতে পারবেন আইপি অ্যাড্রেস থেকে ঠিকানা।
আমার ফেসবুক আইডি