The Home of Technology

Select your Language

| | | | | | | Blogger Tips And Tricks|Latest Tips For BloggersFree BacklinksBlogger Tips And Tricks | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |

Thursday, January 8, 2015

বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ১০ টি বিমান

No comments :
পৃথিবীর ক্রমবর্ধমান প্রযুক্তির উন্নতির সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা যেমন দ্রুত থেকে দ্রুততর হয়েছে তেমনি এর কিছু খারাপ ব্যবহারও হচ্ছে তাই আজকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম । আশা করি এর মাধ্যমে কিছু না কিছু জানা সম্ভব হবে । যেহেতু এই সম্পর্কে আমি একটি ইংরেজী ব্লগে পেয়েছি তাই কোন প্রকার তর্ক বা যুক্তি গ্রহনযোগ্য হবে না ।
1. X-15

এই বিমানটি সম্পর্কে অনেকে বলে এই বিমানটি রকেটের গতির মত গতি সম্পন্ন কিন্তু এটা একটা কথার কথা । যাই হোক এই বিমানটি ঘন্টায় ৪৫২০ মাইল পাড়ি দিয়েছে গত মার্চ মাসে । এটাই এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ দ্রুতগতি সম্পন্ত বিমান ।
2. SR-71 Blackbird

এই বিমানটি ও অনেক দ্রুতগতি সম্পন্ন । এই বিমানটি প্রতি ঘন্টায় ২২০০ মাইল পথ পাড়ি দেয়ার রেকর্ড আছে । এটি ১৯৯৮ সালে মাত্র ১ ঘন্টা ৫৪ মিনিটে লন্ডন থেকে নিউইয়র্কে পৌছায় ।
3. MiG-25 Foxbat

এই বিমানটি ঘন্টায় ২১১৫ মাইল পথ পাড়ি দিতে সক্ষম । এটা একটি রাশিয়ান জেট বিমান ।
4. XB-70 Valkyrie

এটা আমেরিকানদের একটি জেট বিমান । এটা ঘন্টায় ২০০০ মাইল পাড়ি দিতে পারে । কিন্তু মাত্র দুটি বিমানই আমেরিকানরা তৈর করেছিল । দূর্ঘটনার কারনে ১৯৬৬ সালে একটি বিমান ক্র্যশ হয় এবং অপরটি এখন আমেরিকার জাতীয় যাদুঘরে রাখা আছে ।
5. F-15 Eagle

এটি একটি রাশিয়ান জেট বিমান যার গতি ঘন্টায় সর্বোচ্চ ১৮৭৫ মাইল । রাশয়া এখন পর্যন্ত এই রকমের ২০২৫ টি বিমান সক্রিয় রেখেছে ।
6. MiG-31 Foxhound

এই বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮৬৮ মাইল ।
7. F-111 Aardvark

এই বিমানটি যেমন দ্রুত চলতে পারে । এই বিমানটি বিশেষ করে যুদ্ধের জন্যই তৈরি করা হয়েছ যাতে লক্ষ্যবস্ততে আঘাত করতে পারে টার্গেট মত ।এর সর্বোচ্চ গতিবেগ ১৮৫০ মাইল । এটা একটি অস্ট্রেলিয়ান জেট বিমান ।
8. F-14 Tomcat

এটি আমেরিকান নেভিদের একটি জেট বিমান যার গতি ঘন্টায় ১৫৪৪ মাইল । কিন্তু ২০০৬ সালের পর থেকে বিমানটি অবসর নিয়েছে । কিন্তু বিমানটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখন আয়ারল্যান্ড রয়েছে ।
9. Tupolev Tu-144

এটা ফ্রান্সের একটি বিমান যার গতিবেগ ঘন্টায় ১৫৫০ মাইল । কিন্তু এই বমানটি ১৯৭৮ সালে অবসরপ্রাপ্ত হয়ে এখন রেস্ট নিচ্ছে ।
10. F-4 Phantom

এই বমানটি ১৯৫৮ সালে প্রথম উড্ডয়ন করে । এর গতিবেগ ছিল ঘন্টায় ১৪৭২ মাইল ।

No comments :

Post a Comment