Facebook-mobile img3
ফেসবুকে ছবি হাইড করা সম্পর্কে আপনি যেমনটা ভাবছেন বাস্তবে ঠিক তেমনটা নাও হতে পারে। ক্রোম ওয়েব ব্রাউজার এক্সটেনশন ‘পিকচারবুক’ দাবি করছে যে এটি ফেসবুকের হিডেন (লুকোনো/ প্রাইভেট) ছবি প্রদর্শনে সক্ষম।
অনেকের কাছেই এ ব্যাপারটি স্বপ্নের মত লাগছে। যদিও ক্রোমের এই ব্যাখ্যাটি প্রযুক্তিগত ভাবে সত্যি তবে এটি কিছুটা বিভ্রান্তিকরও বটে।
কোনো অ্যাপ বা ব্রাউজার অন্যের ছবির প্রাইভেসি সেটিং পরিবর্তন করার অধিকার রাখে না। পিকচারবুক যেটা করছে তা হলো, এই এক্সটেনশনটি কেবলমাত্র ফেসবুকের সেসব ছবিই দেখাবে যা যে-কেউ দেখতে সক্ষম।