The Home of Technology

Select your Language

| | | | | | | Blogger Tips And Tricks|Latest Tips For BloggersFree BacklinksBlogger Tips And Tricks | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |

Monday, January 12, 2015

জেনে নিন,প্রেমিকার সাথে সম্পর্ক পারফেক্ট রাখার ৬ সহজ উপায় !


লাইফস্টাইল ডেস্ক : শরীর-মন ভালো রাখার জন্য সঙ্গীর সাথে সম্পর্ক ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে সবাই সঙ্গীর সাথে সম্পর্ক সব সময় মধুময় রাখার চেষ্টা করেন। কিন্তু তারপরও মাঝে মধ্যে সেই সম্পর্ক যেন উলট-পালট হয়ে যায়। দুজনের মধ্যে চলে আসে তিক্ততা-দুরত্ব। এরপর দুজনের মনে চলতে থাকে নানা কষ্ট, নানা বিভ্রান্তির অদৃশ্য ঝড়। মনে রাখতে হবে প্রেম যেখানে বেশি গাড়, তিক্ততার ছোঁয়াও সেখানে বিশ ঘুরাঘুরি করে। এটা যেন একই মুদ্রার এপিট-ওপিট। তবে এতে ঘাবড়ানোর কিছুই নেই। এসব দু:চিন্তা ঝেড়ে ফেলে জেনে নিন কিছু টিপস। যাতে বুঝতে পারবেন আপনাদের সম্পর্কটি কতোটা পারফেক্ট এবং আরো কিভাবে মধুময় করা যায়-
দুই জনের মধ্যে স্বচ্ছতা আছে?
আপনার এবং আপনার সঙ্গীর সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আছে? মন খুলে নিজেদের ভালো লাগা, খারাপ লাগার কথা দুই জনেই নিশ্চিন্তে বলতে পারেন একে অপরকে? যদি তা হয় তাহলে নিশ্চিন্তে থাকুন। সম্পর্কে স্বচ্ছতা থাকা মানে আপনারা দুই জনে সঠিক নির্বাচন করেছেন এবং এখনও ঠিকভাবেই এগোচ্ছেন।
দুই জনের মধ্যে যোগাযোগের সমস্যা?
রোজ কথা হয় একে অপরের সঙ্গে? যদি নাও হয় নিজেদের স্বাভাবিক যোগাযোগ আছে দুই জনের মধ্যে। তাহলে আর সমস্যা কোথায়? একে অপরের মধ্যে যদি স্বাভাবিক সংযোগ ও কথাবার্তা হয়, তাহলে আপনাদের মধ্যে দূরত্বের কোনও কারণই নেই এবং আপনারা একদম সঠিক অবস্থানে আছেন।
দুই জনেই স্বাধীন!

সম্পর্কের ক্ষেত্রে দুই জনেরই উচিত দুই জনকে স্বাধীনতা দেয়া। কারও ওপর কারও জোর করে কিছু চাপিয়ে দেয়া ঠিক না। কারণ দুই জনেরই ব্যক্তিগত জীবনের কিছু পছন্দ-অপছন্দ আছে। তাই সম্পর্ক ‘পারফেক্ট’ থাকার জন্য দুই জনেরই দুই জনকে ছাড় দেয়া উচিত।
সম্পর্কে কোনও শর্ত নেই
আপনাদের দুই জনের সম্পর্ক কি কোনও শর্তের ওপর নির্ভর করে এগোচ্ছে? যদি আপনার সঙ্গী কোনও কাজ করেছেন তাই আপনিও অন্য একটি কাজ করবেন, এ ধরনের শর্ত দিয়ে সম্পর্ক এগোন। তাহলে কিন্তু সম্পর্কটা ঠিক নেই মোটেই। আরে বাবা, প্রেমের সম্পর্ক কখনও কি কোনও শর্তের ওপর নির্ভর করে এগোয়? আর যদি এ ধরনের কোনও শর্ত আপনাদের মধ্যে না থাকে, তাহলে তো ফার্স্ট ক্লাস, এভাবেই চলুন দুই জনে।
পারস্পরিক বিশ্বাস
সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকা বাধ্যতামূলক। যে সম্পর্কে বিশ্বাস থাকে না সে সম্পর্ক কোনও দিনও সুখের হয় না। সম্পর্ক ‘পারফেক্ট’ হওয়ার জন্য দুই জনেরই দুই জনকে বিশ্বাস করাটা খুব জরুরি। তাই যে সম্পর্কে দুই জনের মধ্যে বিশ্বাসটা অনেক বেশি মজবুত সেটাই ‘পারফেক্ট’ সম্পর্ক।
তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ
মাঝে মধ্যেই ঝামেলা হয় পছন্দের মানুষটার সঙ্গে। কিন্তু সে ঝামেলার কথা কি তারপর অন্য কাউকে বলে বেড়ান? যদি সেটা করেন তাহলে এখনি বন্ধ করে দিন। দুই জনের ব্যক্তিগত সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ একেবারেই ঠিক লক্ষণ নয়। নিজেদের মধ্যেকার সমস্যা দুই জনে একসঙ্গে কথা বলে মিটিয়ে নিন, তার মধ্যে ‘থার্ড পার্সন’কে ঢুকতে দেয়ার কোনও দরকার নেই।




Post টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে করুন সেয়ার নিচের SHARE থেকে----