The Home of Technology

Select your Language

| | | | | | | Blogger Tips And Tricks|Latest Tips For BloggersFree BacklinksBlogger Tips And Tricks | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |

Thursday, January 8, 2015

হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলা যাবে স্কাইপে

No comments :

জনপ্রিয়তা ধরে রাখতে ‘কল ভায়া স্কাইপ’ নামে নতুন ফিচার যোগ করতে যাচ্ছে ইন্টারনেট ভিত্তিক মেসেঞ্জার অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। ফিচারটি যোগ হলে হোয়াটসঅ্যাপের সাহায্যে স্কাইপে কল করা যাবে। সম্প্রতি ম্যাকটেকব্লগ নামের একটি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে।প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, শিগগিরই হোয়াটসঅ্যাপে ভয়েস কলিং ফিচারও যোগ করা হবে। এছাড়া কল হোল্ড, কল মিউট, কল ব্যাক, কল ব্যাক ম্যাসেজ ফিচারও যোগ করা হবে।
গাড়ি চালানো অবস্থায় যেন মেসেজ পড়তে কোন সমস্যা না হয় তাই ড্রাইভিং মোড নামে একটি ফিচারও আনা হতে পারে বলে জানা গেছে।
এদিকে, হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সন আনা হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন এর প্রতিদ্বন্দ্বী ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা পাভেল ডুরাভ । তবে এ নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন তথ্য প্রকাশ করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

No comments :

Post a Comment