The Home of Technology

Select your Language

| | | | | | | Blogger Tips And Tricks|Latest Tips For BloggersFree BacklinksBlogger Tips And Tricks | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |

Thursday, January 15, 2015

মাত্র ৩০ সেকেন্ডেই পুরোপুরি রিচার্জ হবে স্মার্টফোনের ব্যাটারী

আমাদের নিত্য প্রয়োজনীয় স্মার্টফোনটি রিচার্জ করতে আমরা অনেকেই বিরক্ত হই। ঘন্টাখানেক এটিকে রিচার্জ হতে দিতেও আমাদের সময় হয়ে ওঠে না। মাঝে মাঝে ভাবি, ফোনটি যদি রিচার্জ হতে আরো কম সময় নিত!

ঠিক এ সমস্যার সমাধান করতেই সম্প্রতি একটি ইসরাইলী উঠতি ন্যানোটেকনোলজি বিষয়ক প্রতিষ্ঠান “StoreDot”এমন ব্যাটারি তৈরি করেছে যা ২০% থেকে ১০০% রিচার্জ হতে মাত্র ৩০ সেকেন্ড সময় নেয়।

তাদের তৈরি ব্যাটারিটি চার্জ হতে কম সময় নিলেও রিচার্জ হবার পর তা সাধারণ ব্যাটারির মতই ধীরে ধীরে শেষ হয়। এক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হল “ন্যানোডট”। যেটি হচ্ছে ২ ন্যানোমিটার প্রস্থের জৈব পেপটাইড অণু, যা ব্যাটারির সক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেয়। এক্ষেত্রে ন্যানোডট অবিশ্বাস্য দ্রুতসময়ে রিচার্জ হতে ব্যবহৃত হলেও গবেষকদের খেয়াল রাখতে হয়েছে চার্জ নিঃসরণের ক্ষেত্রে যেন তা বর্তমানে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির মতই সময় নেয়।

গবেষকরা আশা করছেন, এ ধরণের ব্যাটারি স্মার্টফোনের জন্য খুবই কাজে দিবে। তবে হতাশাজনক খবরটি হল, এটি এখনই বাজারে ব্যবহারের উপযোগী হয়নি। কারণ, এটি এখনও আকারে অনেক বড়; যে কারণে এটিকে স্মার্টফোনের সাথে সংযুক্ত করা সম্ভব নয়। তবে “StoreDot”আশা করছে, সব ধরণের সমস্যা কাটিয়ে ২০১৬ সালের মধ্যেই তারা এটিকে বাজারজাত করতে পারবে।

ইতোমধ্যেই তারা একটি এশিয়ান কোম্পানির কাছ থেকে ৩ মিলিয়ন মার্কিন ডলার আগাম পেয়েছে নতুন এই প্রযুক্তিকে ব্যবহারের উপযোগী হিসেবে তৈরী করার জন্য। যদি তারা সফল হতে সক্ষম হয়, তবে এটি শুধু দ্রুততার জন্যই জনপ্রিয় হবে না, বরং এটি হবে সহজলভ্য উপাদান দিয়ে তৈরি সাশ্রয়ী একটি ব্যাটারি।

তথ্যসুত্রঃ
[১]http://news.techeye.net/science/researchers-develop-fast-charging-battery
[২]http://en.wikipedia.org/wiki/Nanodot