eTech 69

The Home of Technology

Select your Language

| | | | | | | Blogger Tips And Tricks|Latest Tips For BloggersFree BacklinksBlogger Tips And Tricks | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |

Friday, October 9, 2015

Returning Objects from Function

1 comment :
 click here for video Tutorial

#include<iostream>
#include<cstring>
#include<cstdlib>
using namespace std;

class myclass
{
    char s[80];
public:
    void set(char *str) { strcpy(s,str);}
    void show() {cout<<s<<endl;}
};

myclass input()
{
    char s[80];
    cin>>s;
    myclass ob;
    ob.set(s);
    return ob;
}

int main()
{
    myclass o;
    o=input();
    o.show();

    return 0;
}

Passing Function to Objects

No comments :
Here I am going to Introduce you with the Objects in c++
Here is the link of tutorial video

The code is giver below....
#include<iostream>
using namespace std;

class myclass
{
    int i;
public:
    myclass(int a) {i=a;}
    int get_i() {return i;}
    int sqr_it() {return i*i;}
};

int sqr_i(myclass o)
{
    return o.get_i()*o.get_i();
}

int main()
{
    myclass a(10);
    cout<<sqr_i(a)<<endl;
    cout<<a.sqr_it();
}

Programming In C++

No comments :
Here we are Going to Show you the Special features of C++. The topics are given below. And i Will try to add video with instraction where it is much required..


Passing objects in a function

Tuesday, March 3, 2015

ব্যর্থতাই সফলতার চাবিকাঠি!! দেখে নিন ৫ বিলিয়নিয়ার যারা ব্যর্থ হতে হতে সফল হলেন!! তাদের সফলতার না বলা কথা!!

No comments :

১) নিক উডম্যানঃ

সম্পদের পরিমানঃ ১৭৫ কোটি ডলার
নিক উডম্যান - প্রতিষ্ঠাতাঃ GoPro
নিক ছিলেন পড়াশোনায় একজন বি ক্যাটাগরির স্টুডেন্ট। তিনি বিলিয়নিয়ার হিসাবে জন্মগ্রহণ করেননি। বর্তমানে তার GoPro ক্যামেরা প্রতিষ্ঠানের আগে তার দুইটা অনলাইন উদ্যোগ ব্যর্থ হয়।

ব্যর্থতাঃ

প্রথমে তিনি ইম্পেয়ারওয়ল নামে যে ই-কমার্স সাইট তৈরি করেন, যেখানে তিনি কম মূল্যের ইলেক্ট্রনিকস পণ্য সেল করতেন। কোম্পানি খুব ভালো করতে পারছিল না, ফলে তিনি লছ করছিলেন, যেকারণে তিনি এই প্রতিষ্ঠান  বন্ধ করে দেন। পরবর্তীতে ১৯৯৯ সালে  তিনি ফানবাগ নামে অনলাইন মার্কেটিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই ওয়েব ছিল গেম নিয়ে কাজ। গেমের মাধ্যমে তিনি বিজনেস করতেন। যারা অংশগ্রহণ করতো তাদের ক্যাশপ্রাইজ দিতেন। এই কোম্পানি ৩.৯ মিলিয়ন অর্থ সংগ্রহ করে বিভিন্ন জনের কাছ থেকে। কিন্তু ২০০১ সালে তিনি ব্যর্থ হতেই থাকেন। তিনি ক্লায়েন্টের কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছিলেন না। যেকারনে তিনি এটি বন্ধ করে দিতে বাধ্য হন। এই বিজনেস থেকে তিনি ৪ মিলিয়ন ডলার লছ খান।

অবশেষে সফলতাঃ

দুইটি কোম্পানিতে লসের কারণে তিনি একটু ক্লান্ত হয়েছিলেন, যেকারনে তিনি রিফ্রেশমেন্টের জন্য দূরে বেড়াতে যান এবং সেখান থেকে ফিরে এই গোপ্রো ক্যামেরা নিয়ে কাজ শুরু করেন। বিশেষ করে যারা ভ্রমন প্রিয় এবং অ্যাথলেট। যদিও তিনি অনেক বার বলেছেন এই সময় তিনি অনেক ঝুঁকিতে থাকতেন এবং তা থেকে তিনি বের হতে চাইতেন।
অবশেষে তিনি বিশ্বের সবথেকে কমবয়সী বিলিয়নিয়ার হয়ে উঠেন এবং তার কোম্পানি গোপ্রো ছিল অ্যামেরিকার সবথেকে দ্রুত বেড়ে উঠা কোম্পানি।

২) বিল গেটসঃ

সম্পদের পরিমানঃ ৭২৭ কোটি ডলার
বিল গেটস - সহ-প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট
বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হওয়ার আগে বিল গেটস ছিলেন একজন ব্যর্থ উদ্যোক্তা।   পরবর্তীতে কঠোর পরিশ্রমের ফলে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হন এবং তার বিলাস বহুল বাড়ি  Xanadu 2.0 (the ‘Bill Gates House’) যেটা কম্পিউটার এবং সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রিত, মিউজিক এবং লাইটেরও লক্ষণীয় ব্যবহার আছে বাড়িটিতে।

ব্যর্থতাঃ

প্রথমে ট্রাফ-ও-ডাটা নামে একটি প্রতিষ্ঠান ছিল বিল গেটসের, যেটা ট্রাফিক কাউন্টার এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারদের রিপোর্ট তৈরি করতো। এভাবে এই প্রতিষ্ঠান ট্রাফিককে হেল্প করতো। মূলত ট্রাফ-ও-ডাটা ৮০০৮ নামে এই অ্যাপ যা ট্রাফিক টেপ পড়তে পারতো এবং সেই ডাটা প্রসেস করতো। তারা এই পণ্য বিক্রি করতে শুরু করলো দেশের ভেতর কিন্তু তারা ব্যর্থ হন, কারণ যন্ত্রটা সঠিক ভাবে সবসময় কাজ করতে পারতো না।

অতঃপর সফলতাঃ

বিল গেটসের সহযোগী পল অ্যালেন জানান যদিও ট্রাফ-ও-ডাটা ভালোভাবে কাজ করতো না, তবে এর থেকে পাওয়া অভিজ্ঞতা কয়েক বছরের মধ্যে তাঁকে মাইক্রোসফট গড়তে সহায়তা করেছিল।
এভাবেই একদিন মাইক্রোসফট বিশ্বের সবথেকে বড় পার্সোনাল কম্পিউটার অপেরেটর হয়ে উঠে।

৩) জেমস ডাইসনঃ

সম্পদের পরিমানঃ ৩০০ কোটি ডলার
জেমস ডাইসন
আমরা সবাই ভাবী সফল মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত। এটা নীতিকথা হলেও সত্য ভিন্ন। সৃষ্টি মানুষের কঠোর শ্রমের ফল।
এখন যদিও আমরা দেখি জেমস ডাইসন একজন মোস্ট সফল ব্যক্তি। বিশ্বের সবথেকে নামকরা ব্যাগ লেস ভ্যাকুয়াম ক্লীনার্স এর প্রতিষ্ঠান তার। যা বিশ্বে ৫০ টিরও বেশি দেশে চলছে অবিরত। এটাই তাঁকে বিলিয়নিয়ার তৈরি করে। যদিও এর আগে তিনি এই প্রতিষ্ঠান গড়তে অনেক বার ব্যর্থ হন।

ব্যর্থতাঃ

এই ভ্যাকুয়াম তৈরির জন্য তিনি নান ধরণের আইডিয়া তৈরি করতেন, কিন্তু সবগুলা ব্যর্থ হতেই থাকে। এভাবে তিনি দিন দিন পরিবারকে কষ্ট দিচ্ছিলেন। কিন্তু কোন উপায় বের হচ্ছিলো না। তিনি হতাশ হতেন না, কিন্তু বাস্তবতা তাঁকে পিছনে ফেলে দিচ্ছিলো। তিনি নিজেকে এই কাজে উৎসর্গ করছিলেন, না হলে সফল হওয়া তার মটেও সাধতো না।

অবশেষে সফলতাঃ

ব্যর্থতা আপনার সফলতার পথপ্রদর্শক। আপনাকে নিরন্তর চেষ্টা করতেই হবে। ভেঙ্গে পড়লে কোনভাবেই হবে না। কিন্তু সফল ব্যক্তিরা এটাকে ব্যর্থতা না বলে ভিন্ন পথ বলে থাকেন। যেমন টমাস এডিসন ৯৯৯ বার ব্যর্থ হয়েও বলেন, আমি আসলে ৯৯৯ পন্থায় চেষ্টা করেছি। আর ১০০০ বারে সঠিক পথ পেয়ে গেছি। ঠিক ডাইসন এভাবেই নিজেকে ভ্যাকুয়াম ক্লীনার্স এর কাজে সফল পথ খুঁজে পান, তবে অনেক চেষ্টার পর। আর এখন তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনীর একজন।

৪) স্টিভ জবসঃ

সম্পদের পরিমানঃ ১০২ কোটি ডলার
স্টিভ জবস - সহ-প্রতিষ্ঠাতা অ্যাপেল
স্টিভ জবসকে বলা হয় উদ্যোক্তাদের গুরু, যিনি সর্বাধিক বিক্রি হওয়া আইপ্যাড, আইফোন, অ্যাপেল নোটবুক, আইম্যাক ইত্যাদির আবিষ্কারক। তিনি বর্তমান সময়ের সবথেকে প্রভাবিত বিজনেস ম্যান এবং তার সৃষ্টি তাঁকে প্রযুক্তি জগতে চির অমর করে রাখবে।

ব্যর্থতাঃ

আমরা আজকে যেই অ্যাপেল দেখছি, এই অ্যাপেল প্রথম দিকে ঐভাবে সফলতার মুখ দেখতে পারে নি। তিনি অনেকটা হতাশ হয়ে এবং নতুন উদ্ভাবন আসছিলো না বলে  টিম ম্যানেজমেন্টের ছেড়ে নেক্সট নামে অন্য কোম্পানি প্রতিষ্ঠান করেন তিনি।  নেক্স্যটও ভালো ফল দিচ্ছিলো না, যেকারনে তিনি আবার তার স্বপ্নের অ্যাপেলে ফিরে আসেন। কঠোর সাধনার ফলে তিনি এটিকে ক্রিয়েটিভ ওয়েতে নিয়ে যেতে সামর্থ্য হন।

অবশেষে আজকের অ্যাপেলঃ

স্টিভ জবস সব সময় চেষ্টা করতেন কীভাবে নতুন আইডিয়া দিয়ে অন্যের চেয়ে নতুনভাবে শুরু করা যায়। যা অন্য মানুষ নতুন জিনিস হিসাবে নিবে। নতুন নতুন সৃষ্টি তৈরি করবে। এভাবে কঠোর সাধনার ফল আজকের এই প্রযুক্তি চমক অ্যাপেল।

৫) রিচার্ড ব্রানসনঃ

সম্পদের পরিমানঃ ৪৬০ কোটি ডলার
রিচার্ড ব্রানসন - ভার্জিন
রিচার্ড ব্রানসন ছিলেন ব্যর্থদের সর্বোত্তম  উদহারন। তিনি ব্যর্থ হতে হতে এতটা পথ হেঁটেছেন যে তিনি যে সফল হতে পারবেন এটা কল্পনা করা কঠিন ছিল।

ব্যর্থতাঃ

ভার্জিন গ্রুপের এই রিচার্ড ব্রানসন প্রথমে মাত্র ১৬ বছর বয়সে একটি ম্যাগাজিন বের করেন। যা তাঁর জীবনে কাল হয়ে দাঁড়ায়। কিছু অহেতুক ঘটনার জন্য তাঁকে কারাবাস করতে হয়। তবে তিনি থেমে থাকতে পছন্দ করতেন না। নিজেকে গড়তে অনেক রকম চেষ্টা তিনি চালিয়ে যান। কিন্তু তিনি সফলতা নামক বস্তুকে খুঁজে পাচ্ছিলেন না যেন।

সফলতাঃ

রিচার্ড ব্রানসনের সফলতাটা একটু বেশি ভিন্ন ছিল। তিনি অনেক শ্রমের পর আজকের এই অবস্থান তৈরি করেন। তার ভাষায়, ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং কাজ চালিয়ে যান অবিরত।

Thursday, February 26, 2015

গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফোনের ব্যাটারির মাধ্যমে নজরদারি!!!

No comments :
গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারির খবর নতুন কিছু নয়।
কিন্তু এবার ফোনের ব্যাটারির মাধ্যমে নজরদারি করতে পারেন সাইবার দৃবৃত্তরাও।
তাই বুঝতেই পারছেন ফোনের ব্যাটারি সর্বনাশ ঘটাতে পারে।
স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর গোয়েন্দা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারির খবর নতুন কিছু নয়।
বেশিরভাগ স্মার্টফোনে জিপিএস চিপ থাকে, যার মাধ্যমে সহজেই স্মার্টফোন নজরদারির আওতায় থাকে।
যারা নজরদারি এড়াতে চান, তারা সহজ বুদ্ধিতে জিপিএস ফিচারটি বন্ধ করে রাখেন।
কিন্তু মোবাইল ফোনে নজরদারি করার অন্য আরেকটি উপায়ও রয়েছে।
পদ্ধতিটি হলো অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির ওপর নজরদারি করা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইসরায়েলের সরকারি সংস্থার গবেষকরা মোবাইল ফোনের ব্যাটারির মাধ্যমে নজরদারি করার পদ্ধতিটির বিস্তারিত তথ্য দিয়েছেন।
এই পদ্ধতিতে স্মার্টফোন ব্যাটারির চার্জে খুব সামান্য হেরফের হওয়ার বিষয়টি হিসাব করে মোবাইল ব্যবহারকারী কোথায় কোথায় যান, সে বিষয়টি সহজেই ধরা যায়।
মোবাইল ফোনের টাওয়ার হতে মোবাইল ফোনে পিং পেতে কী ধরনের বাধা আসে, তা নির্ণয় করে খুব সহজেই ব্যবহারকারীর অবস্থান বের করা যায়।
টাওয়ারের অবস্থান দূরে হলে অথবা কোনো ভবন বা পাহাড়ের কারণে পিং পেতে সমস্যা হলে মোবাইল ফোনে তখন বাড়তি কিছুটা শক্তি খরচ করে থাকে।
ব্যবহারকারী মোবাইল ফোন নিয়ে কোথায় কোথায় যান সে বিষয়টি যদি কিছুদিন ধরে নজরে রাখা হয় ও এই রুটিন যদি স্বাভাবিক হয়, তাহলে ৯০ শতাংশ নির্ভুলভাবে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা সম্ভব।
কিন্তু ফোন ব্যবহারকারী যদি রুটিনমাফিক না চলাচল করেন, তাহলে তার অবস্থান শনাক্ত করার সম্ভাবনা ৬০ শতাংশে নেমে আসবে।
সংবাদ মাধ্যম বলছে, বিশেষজ্ঞরা এই বিষয়টি নিয়ে বলেছেন, স্মার্টফোনে এভাবে নজরদারির বিষয়টি প্রকৃতপক্ষে উদ্বেগের কারণ হতে পারে।
কারণ এই ধরনের নজরদারি হলে ব্যাটারি খুলে রাখা ছাড়া তা এড়িয়ে যাওয়ার আর কোনো জুতসই পথ নেই।
এই ধরনের তথ্য সংগ্রহের ক্ষেত্রে মোবাইল ফোনের সাধারণ কোনো অ্যাপই যথেষ্ট।
এই ধরনের অ্যাপকে ব্যাটারি ব্যবহারবিষয়ক তথ্য সংগ্রহে গুগলেরও কোনো বাধা নেই।
দুর্বৃত্তরা চাইলেই এরকম কোনো অ্যাপ তৈরি করে সহজেই ব্যবহারকারীর ওপর নজরদারি স্থাপন করতে পারেন।
তাই ব্যাটারী থেকে সাবধান থাকতে হবে।
নইলে আপনি বুঝে ওঠার আগে যা ঘটার ঘটে যাবে।
তখন আর আপনার করার কিছুই থাকবে না।

Friday, February 13, 2015

How to save charge in your android

No comments :
It is important to know the way how to reduce the use  of battery of your android 
Follow the instruction---

1. Reduce the brightness of screen
2. Off the unnecessary software
3. Stop the Wifi, Bluetooth and other radio system
4. Stop push notification
5. Keep screen lock when you don't use it
6. Update your operating system when it requires

By this way you can safe good amount of power of your battery.
If you like it tweet and share it on facebook.

Thursday, February 12, 2015

এন্ড্রয়েডে চার্জ ধরে রাখার কিছু দরকারি টিপস ।

No comments :
মার্টফোনগুলো যেন একেকটি পূর্ণাঙ্গ কম্পিউটার। এমনকি সাধারণ কম্পিউটারের চেয়েও বাড়তি কিছু পাওয়া যায় স্মার্টফোনে। কিন্তু সব ব্যবহারকারীরই প্রায় এক অভিযোগ, ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকে না। আগের জমানার মোবাইল ফোনগুলোর তুলনায় স্মার্টফোনে কাজ করার সুযোগ অনেক বেশি বলে ব্যাটারিও বেশি ব্যবহূত হচ্ছে। তবে সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে ব্যাটারির চার্জ বেশি সময় ধরে রাখা যায়। আসুন এক নজরে জেনে নেই—————————-
পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখা- (Brightless)
  • স্মার্টফোনের পর্দার ব্রাইটনেস বা ঔজ্জ্বল্য কমিয়ে রাখা ভালো। ফোনের সেটিংস থেকে এটি পরিবর্তন করা যায়, আবার কোনো কোনো মোবাইলে ব্রাইটনেস পরিবর্তনের জন্য শর্টকাট কি-ও থাকে। কিছুদিন ব্যবহার করলেই কম আলোর পর্দার সঙ্গে মানিয়ে নেওয়া যায়। পাশাপাশি কিছুক্ষণ ব্যবহার না করা হলে স্বয়ংক্রিয়ভাবে পর্দার আলো বন্ধ রাখার সুবিধাটিও চালু রাখা উচিত।
প্রয়োজন ছাড়া সব বেতার সংযোগ বন্ধ- (WiFi,Bluetooth)
  • জিপিআরএস/এজ, জিপিএস, ওয়াই-ফাই, ব্লুটুথের মতো বেতার সংযোগগুলো প্রয়োজনের সময় ছাড়া বন্ধ রাখা উচিত। কারণ, এই সংযোগগুলো চালু থাকলে সেগুলো নিকটবর্তী সংযোগ উৎসটি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। আর এই সময়ে যে পরিমাণ ব্যাটারি খরচ হয়, তা সেবা ব্যবহারের সময়ের চেয়েও বেশি।
পুশ নোটিফিকেশন বন্ধ রাখা- (Sync Notification)
  • ই-মেইল, ফেসবুক, গুগল প্লাস, টুইটারসহ আরও বিভিন্ন ধরনের অ্যাপলিকেশনে ‘পুশ নোটিফিকেশন’ নামের একটি সুবিধা থাকে। যেটি চালু থাকলে মোবাইল ফোনটি একটি নির্দিষ্ট সময় পর পর সার্ভার থেকে নতুন তথ্য সংগ্রহ করে। ফলে প্রয়োজন না থাকলেও নির্দিষ্ট সময় পর পর ফোনটি নিজের মতো করে কাজ করবে, আর চার্জ খরচ হবে।
ওয়াই-ফাই ভালো- (Use WiFi)
  • স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য যখনই সম্ভব মোবাইল নেটওয়ার্কভিত্তিক ইন্টারনেট যেমন জিপিআরএস/এজ, থ্রিজির তুলনায় তারহীন ওয়াই-ফাই ভালো। পরীক্ষা করে দেখা গেছে, ওয়াই-ফাই ব্যবহারের সময় অন্যান্য প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারের চেয়ে কম ব্যাটারি খরচ হয়। বাসা, অফিস বা অন্য কোথাও ইন্টারনেট ব্যবহারর সময় সেখানে যদি ওয়াই-ফাই থাকে, তবে সেখানে যুক্ত হতে পারেন।
ব্যবহার না করলে লক করে রাখা- (Phone Lock)
  • ব্যবহার করা না হলে ফোনটি লক করে রাখা উচিত। লক থাকা অবস্থাতেও কল এবং এসএমএস আসবে। ফোন লক করা না থাকলে স্বয়ংক্রিয়ভাবে কিছু সেবা চলে এবং স্বাভাবিকবাবেই এতে ব্যাটারি খরচ হয়। আর লক করার আরও একটি সুবিধা হলো, ভুলবশত পর্দার কোথাও আঙুলের চাপ পড়ে কল চলে যাবে না বা কোনো অ্যাপ খুলবে না।
নির্দিষ্ট ধরনের অ্যাপলিকেশন- (Away Multi-Apps)
  • স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করা যায়। এগুলোর ব্যবহারের জন্য বিভিন্ন মাত্রার মেমোরি, প্রসেসিং পাওয়ার লাগে। যেমন ভিডিও দেখা বা উচ্চ মানের গ্রাফিকসের গেম খেলার জন্য যে পরিমাণে ব্যাটারি খরচ হয়, তার থেকে অনেক কম ব্যাটারি খরচ হয়, যদি নোট লেখা বা ই-বুক পড়ার অ্যাপ ব্যবহার করা হয়। আবার একাধিক অ্যাপ একই সঙ্গে ব্যবহার করা হলেও দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যেতে পারে। যেমন গান শোনা এবং একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করা।
ব্যবহারের পর অ্যাপটি বন্ধ করা- (Stopping App)
  • ব্যবহার শেষ হলে অ্যাপটি বন্ধ রাখা উচিত। অনেক ক্ষেত্রেই অ্যাপটি মিনিমাইজ করে রাখা হলেও নেপথ্যে প্রসেসিং চলতে থাকে। ইন্টারনেটে যুক্ত থেকে ডেটা আদান-প্রদানও করতে থাকে বেশ কিছু অ্যাপ। অথচ এই সময়ে অ্যাপটি ব্যবহূত হচ্ছে না।
ফোনটি কক্ষতাপমাত্রায় রাখা সর্বোত্তম- (Air Condition)
  • বিশেষ প্রয়োজন ছাড়া ফোন সব সময়ই কক্ষতাপমাত্রায় ব্যবহার করা উচিত। মোবাইল ফোন কখনোই অতিরিক্ত ঠান্ডা বা গরম স্থানে ফেলে রাখা উচিত নয়। সুবিধাজনক তাপমাত্রায় না থাকলে মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, এমনকি ফোনটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণত সব মোবাইল ফোনের জন্য সুবিধাজনক তাপমাত্রা হলো ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

অপারেটিং সিস্টেম হালনাগাদ- (Firmware Update)

  • মোবাইল ফোন সফটওয়্যারটির (ফার্মওয়্যার নামেও পরিচিত) সাম্প্রতিকতম সংস্করণটি ব্যবহার করা ভালো। Android- Jelly Bean/Ice Cream Sandwich ইত্যাদি অপারেটিং সিস্টেম নির্মাতার সব সময়ই ফোনের বিভিন্ন ত্রুটি সংশোধনের জন্য কাজ করে যাচ্ছেন। নতুন সংস্করণগুলোতে সেই বৈশিষ্টগুলো সংযোজন করা হয়ে থাকে। সাধরণত এই হালনাগাদগুলো বিনা মূল্যে নামানোর সুযোগ পাওয়া যায়। এমনকি ফোনে ব্যবহূত সব অ্যাপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সাম্প্রতিকতম সংস্করণগুলোতে অনেক নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়ে থাকে এবং আগের ত্রুটিগুলো সংশোধন করা হয়ে থাকে, যেগুলো অ্যাপটি সঠিকভাবে ব্যবহারে সহযোগিতা করে থাকে।
অতিরিক্ত ব্যাটারি- (External Battery)

  • দ্রুত চার্জ শেষ হয়ে যায় বলে অনেকেই অতিরিক্ত ব্যাটারি সঙ্গে রাখেন। যেন প্রয়োজনের সময় একটির চার্জফুরিয়ে গেলে অপরটি ব্যবহার করা যায়। বর্তমান সময়ের সব স্মার্টফোনেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের ফোন দ্রুত চার্জ করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পাওয়া যায়। আবার অনেকেই অতিরিক্ত চার্জার ব্যবহার করেন। কেউ কেউ আবার ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় কিছুক্ষণ পরপরই চার্জ করার চেষ্টা করেন। তবে জেনে রাখা ভালো, লিথিয়াম-আয়নভিত্তিক ব্যাটারিগুলোর ইলেকট্রন কিছুদিন পর পর পরিবর্তন হওয়া উত্তম। তাই মাসে অন্তত একবার ফোনের চার্জ সম্পূর্ণ শেষ হতে দিয়ে পুনরায় চার্জ করা উচিত। এতে ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করা যায়।

অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার পিসি নিয়ন্ত্রণ ও ফাইল শেয়ার করুন

No comments :
 টিমভিউয়ার(Teamviewer) হল ইন্টারনেট বেইস একটি সফটওয়্যার । যা দিয়ে আপনি পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তে থাকা আপনার অফিস বা বন্ধুর কম্পিউটার সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন! যেমন আপনি আপনার কম্পিউটারের সামনে বসে করতে পারেন ! অর্থাৎ এখন থেকে আপনি পৃথিবী যেখানে থাকুন না কেন আপনার ল্যাপটপ, কম্পিউটার আপনার নিয়ন্ত্রনের মধ্যে থাকবে ! অর্থাৎ আপনার বন্ধুর সমস্যার সমাধান করতে পারবেন । সমস্যার সমাধান করতে অব্যশই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ও পিসিতে টিমভিউয়ার(Teamviewer) ইন্সটল করতে হবে । আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করতে এই লিংকে ক্লিক করেন । আর পিসি জন্য এই লিংকে ক্লিক করেন । অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করুন নিচের চিত্রের মত আসবেঃ

TeamViewer ID এর ঘড়ে আপনার পার্টনার পিসির আইডির নাম্বার দিন এরপর Remote Control এ চাপুন । তারপর আপনার পার্টনার আইডির পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করেন । সব কিছু ঠিক মত করলে কানেক্ট হয়ে যাবে । এখন আপনার হাতের কাছে আছে টিমভিউয়ারটি লগিন করে সব কিছু কাজ সেরে নিতে পারবেন। চাইলে বন্ধ করে দিতে পারবেন কিন্তু অন করতে পারবেন না । কারন নেট কানেকশন ছাড়া কিছুই করতে পারবেন না । আপনি এখন যেকোন ফাইল শেয়ার করতে পারবেন মুহুর্তেই ।

আর আপনার যদি নেট স্পিড ভাল থাকে তাহলে পাবেন সুপার স্পীড ।

এক ক্লিকে মুছে ফেলুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকা সব মেসেজ। জেনে রাখলে আপনার প্রাইভেসি রক্ষার্থে কোনদিন হয়তো কাজে লাগবে।

No comments :

প্রয়োজনীয় উপকরণঃ

  • গুগল ক্রোম ব্রাউজার
  • একটি ব্রাউজার এক্সটেনশন
  • এক্সটেনশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

যেভাবে এক ক্লিকে সব মেসেজ ডিলেট করবেনঃ

ব্রাউজারে ফেসবুক ডিলেট অল মেসেজ এক্সটেনশনটি যদি ঠিক ভাবে সংযোজিত হয়ে থাকে তাহলে তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুকে লগ-ইন করুন এবং নিচের নির্দেশনা অনুসরণ করুন।
  • বামপাশের মেনুবার থেকে মেসেজ অপশনে ক্লিক করুন।
  • মেসেজের পেইজটি ওপেন হলে বামপাশ থেকে ক্রল করে সবগুলো মেসেজ বের করে ফেলুন।
  • ব্রাউজারের এড্রেসবারের ডানপাশে এক্সটেনশনটির আইকন দেখতে পাবেন (শুধু মেসেজ পেইজে আইকন দেখা যাবে)।
  • আইকনটিতে ক্লিক করুন, তাহলে যে অপশন গুলো আসবে সেখান থেকে সবুজ ব্যাকগ্রাউন্ডে থাকা Launch অপশনে ক্লিক করুন।
  • আপনার মেসেজ ডিলেটের কাজ শুরু হয়ে গেছে, এখন ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। আমার সবগুলো মেসেজ ডিলেট হতে প্রায় ১০মিনিটের মতো সময় লেগেছিলো।

Save MB in android mobile

No comments :
In our android mobile set, whet the mobile data service is on it continuously keep wasting our MB. So, it causes additional cost for us. if you want to stop it just follow the instruction--
1. Go to your mobile setting.
2. Then go to data usage
3. Then you will find the list of software  where is the amount how much data the software has used. Click on the software,
4.  Then click the check box Restrict background data 

That's it. Now it will not disturb you any more.
Join Us Facebook
Comment and share from bellow...

Sunday, February 8, 2015

দুই ক্লিক এ ১০০ বারের বেশি Refresh করুন

No comments :
আমি আজ আমি আপনাদেরকে এমন একটি টিপস দিব,যার সাহাজ্যে আপনাদেরকে বার
বার Refresh করতে হবেনা, যদি আমার এই ট্রিক ফলো করেন।
*প্রথমে কম্পিউটারের Desktop এ গিয়ে মাউস এর উপর হাত রেখে Right বাটন এ ক্লিক করেন।
*তারপর new লিখার উপর ক্লিক করেন
*তারপর Shortcut লিখার উপর ক্লিক করেন।
*ক্লিক করার পর দেখবেন একটি বক্স open হয়েছে।
*বক্স এর মধ্যে আপনি tree লিখে next button ক্লিক করেন।
*xp হলে next দিয়ে finish দিবেন।আর  windows 7 হলে finish দেন।
এখন আপনি আপনার desktop এ দেখবেন একটি Shortcut এসেছে।
আপনি Shortcut লিখার উপর  ৪ থেকে ৫ বার duboll click করেন।তাহলে আপনাকে বার বার  Refresh করতে হবেনা।

Check your Mobile- Is it real or not !!!

No comments :

Test your Mobile it may be your favorite android, whether it is real or not. It will be more helpful if you can know it before buying it. I have a vary easy solution for you which will help you....

1. Dial *#06# to know the IMEI no of your mobile
2. or it is written on the mobile packet and inside the mobile
3. Now from your computer or android go to this link http://www.imei.info/
4. Give the number here & 
5. Have a news good or bad for you

Ok, that's all for today. Click here for other incormation
Join us facebook
comment and share it from bellow..

Tuesday, February 3, 2015

Solve The Shortcut Virus problem

1 comment :
In our computer, we randomly face the shortcut virus problem in our computer which make shortcut virus in our computer. You can solve this problem very easily with a software.
To download the software click here.
it's ID is=5BC74 & Key=A82V-N7A6-05KW-JTY3
Enjoy....

If you like it Comment on it and share with your friend...
Like us in facebook and stay updated...

Solve showing random advertise problem on your browser

No comments :
Using Internet browser in our computer sometime we can see various add in our screen due to some virus, sometime it is set in the website but sometime it is a problem of your browser which is set by one kind of virus with a wrong click of you on a systematized advertisement. To solve this problem just download this soft from here and run it.

Find us on Facebook...

Friday, January 30, 2015

Test Your Anti-virus whether it works or not


This is vary simple, Just open your notepad. and copy paste this text---
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
and save the file as myfile.com from New Text Document.txt.

Then scan it with your anti-virus. if it your anti-virus works correctly it will delete the file.
 thats all.
If you like it share with your friend from bellow.
Click here to like us & stay updated.

Wednesday, January 28, 2015

Again বাংলালিঙ্ক সিম দিয়ে পিছিতে ফ্রি নেট

Again বাংলালিঙ্ক ফ্রি নেট ফর পিছি।
আগেই বলে রাখি এটা সুধু ব্রাউজিং করার জন্য ডাউনলোড করা যাবে না।
প্রথমে *5000*6*3# ডায়াল করে ২জি তে চলে আসেন।
এবার P1 লিখে 3343 তে মেসেজ করুন।
Simple server টা দাউনলোড করে EXE ফাইল্টা ওপেন করে মিনি মাইজ করেন।
মজিলাতে Proxy-127.0.0.1
port-8080
দিয়ে চালাতে থাকুন।
Simple Server.RaR

Facebook এর হাত থেকে মেগা বাইট রক্ষা করুন

বন্ধুরা, ফেইসবুক আমাদের একটি গুরুত্বপূর্ণ বিনোদন এর মাধ্যম,,,
প্রতিদিন কিছুক্ষণ এর জন্য ফেসবুকে ঢু না মারলে আমাদের তো প্রাণই যেন চলেই না,,,,
কিন্তু আমরা অধিকাংশই ফেসবুক এপস টা ব্যবহার করি , ,
কিন্তু এই এপস টা ডাকাতের মত মেগাবাইট কাটে,,,,
আর যে পরিমাণ র্যাম খায় তা আর বলার দরকার নাই।
আমার তো রেম এর অভাবে প্রায় সেট ই হ্যাং হয়ে থাকে,,,,
তাছাড়া ফেইসবুক ডেভেলপার রা হয়তো বা আগে জানত না যে আমাদের মত রাস্ট্রে এখনো ১ জিবি ডেটা প্যাক কিনতে লাগে ৩৪৫ টাকা!!!
আর নিয়মিত ফেসবুক এপস চালাইলে মাসে ২ গিগা ডেটা শুধু ফেইসবুক এর জন্যই বরাদ্দ করতে হবে!!!!
আর তাই আজ আমি আপনাদের সাথে এমন এক এপস শেয়ার করব যা দ্বারা আপনি কম ডেটা খরচ করে দ্রুত গতিতে ফেসবুক চালাতে পারবেন।
এই এপস টা তে র্যাম ও খাবে কম,,
মোবাইল থাকবে সচল,,,
ডেটা ও কম খাবে,,,,
খুবই দ্রুত লাইক কমেন্ট ও পেইজ লোড হবে,,,,
সাইজ মাত্র ২৫৮ কিলোবাইট
ডাউনলোড করুন এখান থেকে-
prev1
তো আসেন দেখে নেই রি এপস এর রিভিও
তো আর কি?? মজায় মজায় ফেসবুক ব্রাউজ করুন!

Friday, January 23, 2015

নিজের ইচ্ছা মত যে কোন সাইট ব্লক করে রাখুন খুব সহজে ।

আপনার কম্পিউটারে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট যেন না খোলে সে ব্যবস্থা আপনি সহজেই করতে পারেন।এ জন্য অনাকাঙ্ক্ষিত সাইট ব্লক করতে হবে।
ছোট্ট একটা ফাইল সম্পাদনা করেই এ কাজটি করা যায়। কম্পিউটারে নোটপ্যাড খুলুন।ফাইল থেকে ওপেনে ক্লিক করুন। নিচে Files of type থেকে All files নির্বাচন করুন।
এবার C:/WINDOWSystem32/drivers/etc ফোল্ডারটি খুঁজে বের করুন।HOSTS ফাইলটি খুলুন। নিচে দেখুন একটা লাইন আছে এমন ‘127.0.0.1 localhost’।
এর নিচে লিখুন 127.0.0.2 http://www.abc.com ( যে সাইট ব্লক করতে চান) এবং সেভ করুন।তাহলে ওই সাইটটি ব্লক হয়ে যাবে এবং আপনার কম্পিউটার থেকে আর কেউ এটায় যেতে পারবে না।
অনেকগুলো সাইট ব্লক করতে চাইলে একইভাবে শুধু 127.0.0.1 এর জায়গায় 127.0.0.2 দিন, আরও করতে চাইলে 127.0.0.3 লিখে সাইটের পুরো ঠিকানা লিখবেন।
আনব্লক করতে চাইলে ব্লক করার জন্য যে লাইনটা লিখেছিলেন, সেটা মুছে দিয়ে ফাইলটি সেভ করলেই চলবে।
if you like the post shere with your friends

Android ফোনে Pattern/Password ভুলে গেলে বা অনেকবার দিয়ে লক হয়ে গেলে করনীয়

পদ্ধতি - ১ ★ যদি এমন হয় যে আপনি পাসওয়ার্ড ভুলে যাননি তবে কেউ বারবার ভুল পাসওয়ার্ড দেয়ায় ফোন লক হয়েছে তবে আপনি এই পদ্ধতি try করে দেখতে পারেন। কাজ হবেই এমন না তবে try করতে তো ক্ষতি নেই। ★ লক অবস্থায় ফোনটিতে একটি কল দিন। ★ কল receive করে home/middle বাটন চাপুন। ★ ফোনের settings এ যান এবং security থেকে pattern বা password disable(none) করে দিন। ★ টোটাল কাজের সময় কল disconnect করা যাবে না।
পদ্ধতি - ২ ★ যদি আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা থাকে তবে ফোন লক হওয়ার পর গুগল অ্যাকাউন্ট চাইলে আপনার play store এ যে অ্যাকাউন্ট দেয়া আছে সেটা দিয়ে সাইন ইন করুন। ★ যদি আপনার ফোনে ইন্টারনেট কানেকশান অন থাকে এবং অ্যাকাউন্টে কোনো প্রব্লেম না থাকে অথবা একের অধিক অ্যাকাউন্ট না থাকে তবে কিছুক্ষনের মধ্যেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে এবং নতুন পাসওয়ার্ড বা pattern দিতে বলবে। ★ নতুন password দিন এবং ফোন খুলে যাবে। ★ যদি ফোন এ ইন্টারনেট অন না থাকে তবে আপনি ADB দিয়ে পিসি এর সাহায্যে ফোন এর ডাটা অন করতে পারবেন যেমন ওয়াইফাই অন করতে এই কোড (adb shell svc wifi enable) আর ADB সম্পর্কে নিচের পদ্ধতিগুলোতে বিস্তারিত পাবেন।
পদ্ধতি - ৩ ★ এই পদ্ধতিতে লক খোলা একটু কঠিন আর কম্পিউটার প্রয়োজন হবে। ★ কম্পিউটার উইন্ডোজ হলে cygwin এবং ADB ইন্সটল করা থাকতে হবে। লিনাক্স হলে cygwin প্রয়োজন নেই। ★ ফোন এ USB debugging on করা থাকতে হবে (Settings>Developers options>USB debugging)। ★ ADB driver এ ফোন আপনার পিসি তে না পেলে আপনার ফোন এর জন্য compatible driver পিসি তে ইন্সটল করা থাকতে হবে। ★ সব ঠিক মত সেটআপ করা থাকলে ফোন অন করা অবস্থায় কেব্‌ল দিয়ে পিসি এর সাথে connect করুন। ★ কম্পিউটারে RUN ওপেন করুন (window+R অথবা সার্চ এ যেয়ে RUN লিখলেই চলে আসবে অথবা স্টার্ট মেনুতেও পাবেন) । ★ RUN ওপেন হলে বক্স এ cmd লিখে এন্টার চাপুন। কালো রং এর command prompt window ওপেন হবে। ★ cmd তে adb shell লিখে এন্টার চাপুন। ★ আবার rm /data/system/gesture.key লিখে এন্টার চাপুন। ( pattern এর বদলে password দেয়া থাকলে gesture এর যায়গায় password লিখবেন) ★ ফোন পিসি থেকে আনপ্লাগ না করেই ফোন restart দিন। ★ ফোন চালু হলে পিসি থেকে কানেকশান খুলে ফেলুন। ★ এবার pattern বা password চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে। Cygwin লিঙ্ক এবং গাইড - https://cygwin.com/install.html ADB লিঙ্ক - http://adbtoolkit.com/adb-toolkit-1.5.9.rar গাইড - http://www.youtube.com/watch?v=uVU8vQVKo6I
পদ্ধতি - ৪ ★ ৩ নাম্বার পদ্ধতির মতই requirement এবং নিয়ম শুধু এই পদ্ধতিতে CMD code গুলো অন্য রকম দিতে হবে (প্রতিটা লাইন লেখার পর একটা করে এন্টার চাপতে হবে) adb devices adb shell cd data/system su rm *.key
পদ্ধতি - ৫ ★ ৩ নাম্বার পদ্ধতির মতই requirement এবং নিয়ম শুধু এই পদ্ধতিতে CMD code গুলো অন্য রকম দিতে হবে (প্রতিটা লাইন লেখার পর একটা করে এন্টার চাপতে হবে) adb shell cd /data/data/com.android.providers.settings/databases sqlite3 settings.db update system set value=0 where name='lock_pattern_autolock'; update system set value=0 where name='lockscreen.lockedoutpermanently'; .quit
পদ্ধতি - ৬ ★ উপরের নিয়মে পিসি সেট আপ করে ফোন পিসি তে কানেক্ট করুন। অথবা ফোন অনুযায়ী driver download করে পিসি সেট আপ করুন। ★ ফোন এ USB debugging অন থাকতে হবে। ★ নিচের লিঙ্ক থেকে Bypass Security Hack নামের ফাইল টি নামিয়ে পিসি তে extract করুন। ★ SQLite Database Browser 2.0.exe ফাইল টি ওপেন করুন। ★ pull settings.db.cmd ফাইল টি চালু করুন । এটা আপনার ফোন এর সেটিংস্‌ ফাইল ফোন থেকে বের করে আনবে। ★ বের হওয়া settings.db ফাইলটা drag (click করে ধরে টেনে) করে SQLite Database Browser 2.0.exe এর উপর ছেড়ে দিন। ★ browse data tab এ যান এবং টেবিল থেকে ক্লিক করে লিস্ট থেকে secure সিলেক্ট করুন। ★ এবার নিচের মত করে করুন। ★ Pattern হলে - lock_pattern_autolock খুঁজে বের করে record ডিলিট করে দিন। database সেভ করে ক্লোজ করে দিন এবং extract করা bypass Security Hack থেকে push settings.db.cmd চালু করুন। ফোন restart দিন। ★ PIN lock হলে - lockscreen.password_type খুঁজে বের করুন আর না থাকলে তৈরি করুন। তারপর এতে ডাবল ক্লিক করে এর value পরিবর্তন করে 65536 দিন। lock_pattern_autolock খুঁজে বের করে record ডিলিট করে দিন (খুঁজে না পেলে দরকার নেই)। database সেভ করে ক্লোজ করে দিন এবং extract করা bypass Security Hack থেকে push settings.db.cmd চালু করুন। ফোন restart দিন। ★ Password lock হলে - lockscreen.password_salt খুঁজে বের করে record ডিলিট করে দিন। lockscreen.password_type খুঁজে বের করে record ডিলিট করে দিন। database সেভ করে ক্লোজ করে দিন এবং extract করা bypass Security Hack থেকে push settings.db.cmd চালু করুন। ফোন restart দিন। ★ এবার pattern বা pasword চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে। Bypass security hack লিঙ্ক - http://forum.xda-developers.com/attachment.php?attachmentid=2532216&d=1390399283
পদ্ধতি - ৭ ★ এই পদ্ধতির জন্য ফোন এ custom recovery (cwm,cot,twrp,xrec,ctr etc)ইন্সটল করা থাকতে হবে। ★ নিচের থেকে Pattern Password Disable ফাইল টি ডাউনলোড করে SD Card (memory card) এ রাখুন। পিসি বা অন্য ফোন দিয়ে করতে পারেন। ★ কার্ড টি ফোনে লাগিয়ে ফোন recovery তে boot করুন। (walton/symphony হলে volume- অথবা volume+ , samsung হলে volume+ এবং home button চেপে ধরে ফোন power button চেপে অন করা) । অথবা ফোন অনুযায়ী ভিন্ন combination ও হতে পারে। ★ SD Card এ রাখা zip ফাইলটা install from SD card থেকে ফ্ল্যাশ করুন। ★ ফোন restart করুন। ★ এবার pattern বা pasword চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে। Pattern password disable লিঙ্ক - http://forum.xda-developers.com/attachment.php?attachmentid=2532214&d=1390399283
পদ্ধতি - ৮ ★ এই পদ্ধতির জন্য ফোনে custom recovery (cwm,cot,twrp,xrec,ctr etc)ইন্সটল করা থাকতে হবে। ★ নিচের থেকে Aroma File manager.zip ফাইলটা ডাউনলোড করে SD Card (memory card) এ রাখুন। পিসি বা অন্য ফোন দিয়ে করতে পারেন। ★ কার্ড টি ফোনে লাগিয়ে ফোন recovery তে boot করুন। (walton/symphony হলে volume- অথবা volume+ , samsung হলে volume+ এবং home button চেপে ধরে ফোন power button চেপে অন করা)। অথবা ফোন অনুযায়ী ভিন্ন combination ও হতে পারে। ★ mount নামে recovery তে একটি অপশন পাবেন। সেখান থেকে সব কিছু mount করুন। ★ update থেকে SD Card এ রাখা ফাইলটা update করুন। ★ Aroma file manager ওপেন হবে। ★ menu থেকে settings সিলেক্ট করে নিচে mount all partition in startup সিলেক্ট করে Aroma file manager exit করুন। ★ আবার update থেকে Aroma file manager.zip টা update করুন এবং এটি ওপেন হবে। ★ এবার data/system থেকে ‘gesture.key’ (pattern lock) অথবা password.key (password lock) ফাইল খুঁজে ডিলিট করে দিন। (লং প্রেস করলে ডিলিট অপশন আসবে)। ★ ফোন restart করুন। ★ এবার pattern বা pasword চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে। ★ আপনার custom recovery তে যদি নিজস্য file manager থাকে যেমন TWRP তবে aroma file manager ছাড়াই আপনি ওটা দিয়েও process টা করতে পারবেন। Aroma file manager লিঙ্ক - http://forum.xda-developers.com/attachment.php?attachmentid=2532253&d=1390400421
পদ্ধতি - 9 ★ এই পদ্ধতির জন্য আপনার ফোন rooted হতে হবে এবং ফোন এ আগে থেকে sms bypass অ্যাপ্লিকেশান ইন্সটল করা থাকতে হবে। ★ নিচের লিঙ্ক থেকে sms bypass অ্যাপ টি নামিয়ে phone এ ইন্সটল করে নিন। ★ অ্যাপটি ওপেন করুন । ★ super user permission চাইলে permission দিন। ★ অ্যাপ টি ওপেন হলে enable remote password reset এ টিক দেয়া না থাকলে দিন। ★ change secret code e নিজের ইচ্ছা মত code দিন। old secret code হলো 1234 .তবে প্রয়োজন মনে না করলে যা আছে তাই রাখতে পারেন। ★ বের হয়ে যান আর কাজ শেষ। ★ কখনো ফোন লক হলে অন্য কোনো ফোন থেকে এই মেসেজ টি আপনার ফোন এ পাঠান , 1234 reset (এখানে 1234 এর জায়গায় আপনি অন্য secret code দিলে সেটা দিবেন। খেয়াল রাখবেন 1234 এর পর একটি space আছে) ★ আপনার ফোন টি restart নিবে এবং লক খুলে যাবে। ★ যদি restart এর পরেও pattern lock দেখতে পান তবে ইচ্ছা মত যে কোনটা দিন লক খুলে যাবে। sms bypass লিঙ্ক -https://www.dropbox.com/s/iuxvesesgxfpqxe/SMS%20ByPass%20App%20For%20Android.apk
পদ্ধতি - ১০
★ এই পদ্ধতির জন্য আমরা অধিকাংশ বাংলাদেশীই অনুপযুক্ত কারন এটাতে আপনাকে play store থেকে 4.38 ডলার মুল্ল্যের অ্যাপ্লিকেশান কিনতে হবে। তবুও এটি দেয়া হল কারন অনেকের কাজে লাগতেও পারে। ★ এই সিস্টেম এ আপনার ফোন এ ইন্টারনেট অন থাকতে হবে এবং পিসি থাকতে হবে। ★ ফোন এর সাথে কোনো ডাটা কেব্‌ল লাগানো থাকা যাবে না। মানে ফোন চার্জ এ থাকলে চার্জ খুলে ফেলুন। ★ ফোনে ইন্টারনেট চালু অবস্থায় পিসি দিয়ে নিচের লিঙ্ক এ দেয়া অ্যাপটি তে যান এবং playstore এ আপনার ফোন এ যে অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা সেই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে অ্যাপ টি কিনে ইন্সটল করুন। ★ অ্যাপ টি অটো আপনার ফোন এ ইন্সটল হয়ে যাবে। ★ ইন্সটল হওয়ার পরে ফোন এ চার্জার লাগান। ★ আপ্পতি অ্যাক্টিভ হবে এবং আপনি ফোনে activate নামে একটি বাটন দেখতে পাবেন। ★ ওটা ক্লিক করলেই আপনার ফোন টির পাসওয়ার্ড খুলে যাবে, screen lock bypass pro লিঙ্ক - https://play.google.com/store/apps/details?id=net.thomascannon.screenlockbypass.pro
পদ্ধতি - ১১
★ এই পদ্ধতিটি সর্বশেষ উপায়। এর জন্য কোনো requirement নেই। সব ফোনেই এটি কাজ করবে। তবে এই পদ্ধতিতে আপনার SD Card এবং Phone memory এর ফাইল ছাড়া ফোনে ইন্সটল করা সব অ্যাপ্লিকেশান/গামেস/ডাটা/সেটিংস্‌ মুছে যাবে। মানে ফোন কিনার সময় যেমন ছিল তেমন হয়ে যাবে তাই এটাকে সর্বশেষ পদ্ধতি হিসেবা দেয়া হল এবং যাদের উপরের পদ্ধতিগুলো কাজ করবেনা বা requirements মিলবে না বা ঝামেলার মনে হয় তারা এই পদ্ধতি অনুসরন করবেন। ★ ফোন বন্ধ করে recovery তে boot করুন। (walton/symphony হলে volume- অথবা volume+ , samsung হলে volume+ এবং home button চেপে ধরে ফোন power button চেপে অন করুন। অথবা ফোন অনুযায়ী ভিন্ন combination ও হতে পারে। recovery তে wipe data / factory reset করুন। বিভিন্ন custom recovery তে অপশন টা অন্য নাম এ থাকতে পারে। ★ ফোনে restart দিন।

Wednesday, January 21, 2015

ইমেইল এর কিছু আদবকায়দা শিখে নিন

আমরা সবাই ভিবিন্ন ধরনের ইমেইল ব্যাবহার করে থাকি। প্রযুক্তির উন্নতির সাথে সাথে ইমেইল আমাদের অতীব প্রয়জনিয় একটা পথ হয়ে দাঁড়িয়েছে। ইমেইল ছাড়া আসলে আমরা প্রযুক্তি যোগাযোগ এর কথা চিন্তা করতে পারি না। আচ্চা আসল কথায় আসি। এই ইমেইল সম্পর্কে আমরা অনেক কিছু জানি। আবার অনেক এ না ও যানতে পারি।
আমি যে গুলো জানি আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র ।
১। আপনার ইমেইল এর শুরু এবং সমাপ্তিটা যেন মার্জিত হয় সেটি নিশ্চিত করুন।
৩। ঠিকানা এবং আপনার নাম এর বানান গুলো ঠিক করে পূরণ করুন। এবং জন্ম তারিখ ও ঠিক মত দিন। কারন যে কোন সময় আপনার ইমেল এ যদি কোন সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার এই তথ্য গুলো কাজে লাগবে।
৪। ইমেইল মধ্যে অতিরিক্ত লিখা না লিখে সংক্ষিপ্ত করুন। যেন আপনি কাউকে আপনার ইমেল এড্রেস বলতে সমস্যা না হয়।
৫। ইমেইল এড্রেস এর মধ্যে বড়-হাতের অক্ষর লিখা যাবে না । সব গুলো ছোট হাতের হতে হবে, না হলে আপনাকে ইমেইল দিবে না।
৬। আপনার ইমেইল মার্জিত করার জন্য ইমেইল অ্যাড্রেস এ সুন্দর শব্দ লিখুন। বেশি সংখ্যা না দেয়াই ভালো। সুন্দর হয়। আর অন্য ক্যারেক্টার ব্যাবহার করবেন না।
৭। আপনার ইমেল সুরক্ষার জন্য আল্টারনেটিভ ইমেইল এড্রেস ও সঠিক মোবাইল নাম্বার ব্যাবহার করুণ ।
৮। আপনি যদি কোন সইবারক্যাপে আপনার ইমেইল লগইন করতে হয় তা হলে ব্রাউজার এর প্রাইভেট ট্যাব টি ব্যাবহার করুণ। তা হলে আপনি যদি এটা লগ আউট করতে ভুলেও যান, তা অটোমেটিক লগ আউট হয়ে যাবে।
৯। আপনার ইমেইল টা সুরক্ষার জন্য আপনি মোবাইল ভেরিফিকেসন চালু রাখতে পারেন। তাহলে প্রতিবার ইমেইল লগ ইন করতে আপনার মোবাইল এ একটা কোড সেন্ড হবে। অন্য কেউ যদি আপনার ইমেইল লগ ইন করে তা ও আপনি বলতে পারবেন । এটা অবশ্য মাজে মাজে বিরক্ত লাগে।
১০। ইমেইল এ কোন থিম বা ব্যাকগ্রাউন্ড পিক ব্যাবহার করবেন না। তা হলে আপনার ইমেল আকাউন্ট টা অনেক ভারী হয়ে যাবে। কম নেট স্পীড এ আপনি ইমেল চেক করতে সমস্যা হতে পারে।
আপনার দরকারি ইমেল টা সংরক্ষণ করতে আরও সতর্কতা অবলম্বন করুণ। কারন আপনার ইমেইল যদি একবার আপনার হাতছাড়া হয়ে যায় তাহলে আপনার অনেক কিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।

যে কারনে বন্ধ করা হয়েছিলো ভাইবার, হোয়াটসএপের মত সার্ভিস গুলো।

 আমরা সবাই ব্যাবহার না করলেও জানি গত কদিন আগে সরকারের নির্দেশে ভাইবার, ট্যাঙ্গো বন্ধ করে দেয়া হয়, দুদিন বাদেই বন্ধ করে দেয়া হয় হোয়াটস এপ, লাইন ইত্যাদি। এতে আমরা ক্ষেপে যাই, নানা মন্তব্য করি, এমন কি গালিগালাজ করি, এর পেছনের দায়ী ব্যাক্তিদের গাধা বলি, তাদের বুদ্ধি নিয়ে ট্রল করি। আমরা কি জানি কেন এমন টা করতে হলো ?

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই ই মোটামুটি জানি। আগুন ভাংচুর ইত্যাদি সহ আরো নানা অত্যাচারে জনসাধারনের জীবন যাত্রা অসহনীয় হয়ে উঠেছিলো।কিন্তু খুজে পাওয়া যাচ্ছিলো না এগুলোর পেছনের হোতা দের। কারন টা সিম্পল, নির্দেশ দাতারা আড়ালে থেকেই নির্দেশ দিতে যাচ্ছেন। হ্যা কোন মাধ্যমে অবশ্যই।

কি মাধ্যম ? হ্যা মোবাইলে ফোন করেই নির্দেশ দেয়া যাইতে পারে মারো বোমা, লাগাও আগুন। তাদের ধরার বুদ্ধি কি ?
আছে ভাই, আপনি কি জানেন যখন থেকে মোবাইল নাম্বার ১০ থেকে ১১ ডিজিটের করা হয় তখন থেকেই আপনার ফোনের প্রতি টা কল বা মেসেজ মনিটরিং করা যেতে পারে। বুদ্ধিমান রা বুঝে গেছেন কি বলছি আমি। হ্যা মোবাইল ফোন ব্যাবহার করে এধরনের কিছু করলে তাকে ধরা সম্ভব।
আচ্ছা তাহলে যোগাযোগের উপায় ? ইমেইল করা যাইতে পারে, বাট গুগলের মত কম্পানী নিজেদের প্রাইভেসীর আর কম্পানী টিকিয়ে রাখা সার্থে যেকোন ডাটা কোন সরকারী বা সিকিউরিটি সার্ভিস কে দিতে বাধ্য তা কি জানেন ?
রাইট, গুগল , ইয়াহু বা মাইক্রসফট যাই দিয়েই অকাম করেন না কেন, আপনাকে খুজে বের করা সম্ভব। পালানোর রাস্তা নাই। একটা খুবি প্রফেশনাল টিম নিষ্টার সাথে নিজের দায়ীত্ত্ব পালন করে যাচ্ছে অপরাধী দের খুজে বের করতে।
সেইম পলিসির আওতা ভুক্ত কম্পানী আমাদের নিত্যদিনের ফেইসবুক ও। ফেইসবুক তাদের সরকার কে প্রায় সব ডাটা সাপ্লাই করতে বাধ্য। অনেকে তো বলেন মার্ক জাকার্বার্গ খোদ সি আই এ (CIA) এজেন্ট।
সো আমি যেখান থেকে চাইলেই ডাটা পাইতে পারি সেটা তো আমার জন্য আদর্শ টোপ, তারে বন্ধ করার দরকার কি ? নাহ দরকার নাই।

এবার আলোচিত সাইট গুলোর কথা শুনেন। হোয়াটস এপের কথা ধরেন, খুব বেশীদিন হয়নি ফেইসবুক তাদের কেনার। এখন ও প্রতিষ্ঠান টা নিজেদের অফিস বিল্ডিং ই ব্যাবহার করতেছে, এমন কি নিজেদের সার্ভার মেকানিজম ও। আর তাদের প্রাইভেসী পলিসি তে বলাই আছে তারা ইউজার এর ডাটা সরবরাহ করতে পারলেও ইউজার রা নিজেদের ব্যাক্তিগত চ্যাটিং নিরাপদে রাখতে পারবেন। সেগুলো সম্পুর্ন প্রটেক্টেড। কেউ চাইলেই সাথে সাথে পেয়ে যাবেন না।
বুঝছেন কি বলতেছি আমি ? হ্যা, এগুলো ব্যাবহার করে অপরাধী রা নিজেদের মধ্য যোগাযোগ রাখতো, রাখতে পারতো সুধু না, রাখতো আর তাই এগুলো বন্ধ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হইছে। (আজ খবরে দেখলাম এক শিবির কর্মী হিউজ পরিমান বোমা তৈরীর সরঞ্জাম সহ ধরা পড়ছে, সে ধরা না পড়লে কাল হয়তো মরতেন আপনি, আপনার বাবা কি এলাকার গরীব রিক্সাচালক টা)

তারা এগুলো ব্যাবহার করতো এমন তথ্য না থাকলে বন্ধ করে দেয়ার প্রশ্ন ই উঠত না। দেশের নিরাপত্তার সার্থে করতে হইছে, আর করা হইছে।বন্ধ রাখা হইছে এইজন্য যে সন্দেহ ভাজন রা আসলেই তারা কিনা আর কি কি প্ল্যান তা জানার জন্য। নাইলে একাউন্ট ডিলেট ই করে ফেলতো।

কেন রে ভাই একজন মন্ত্রীর ছেলে কি নাতী কি এগুলোর কিছুই ব্যাবহার করতো না ? সে কি প্রতিবাদ করে নি ? করছে, তাকে আসল ব্যাপার টা বুঝানো হইছে, যা এখন আমি আপনারে বুঝাইতেছি।

অনেকেই বলতেছিলেন কি মাথা, কি খায় , কি এত আল্ট্রা বুদ্ধি যে এগুলো বন্ধ করে? আপনি জানেন কি বি সি এস BCS ক্যাডার কি জিনিষ ? কি পরিমান বুদ্ধি, মেধা মাথায় থাকলে এ জিনিষ হবা যায় ? দেশের সেরা মাথা গুলো, যাদের মাথায় আপনার আমার থেকে অনেক বেশী বুদ্ধি রাখেন তারাই বিসিএস ক্যাডার হবার গৌরব অর্জন করেন। আর হ্যা ভালো কথা, রাষ্ট্রের উপদেষ্টা বা সচিব পর্যায়ের সবাই কিন্তু এদের ক্যাটাগরীর।

সো ভাই, কিছু হইলেই, চিলে কান নিয়া গেছে বলে চিল্লাচিল্লি কইরেন না, আগে দেখেন আপনার কানে ক্যান্সার ছিলো কিনা যার কারনে আপনি মারা যাইতে পারতেন।
আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, তা সবার আগে হতে হবে সেইফ, যেখানে মানুষ বেচে থাকে, যেখানে মানুষ নেট ব্রাউজ করতে বাসায় আসবার সময় আগুনে কি বাসে পুড়ে মারা যায় না।

কে কে লিখেছে দেখলাম সরকার ঐ সাইট গুলো ব্যান করছে, তাদের আইপি ব্যান করছে, ইত্যাদি। আসল ঘটনা হলো দেশের বিভিন্ন মোবাইল অপরেটর দের কাছে চিঠি বা মেইল করা জানানো হয় এ কদিন ঐ সার্ভিস গুলো বন্ধ রাখার জন্য। আমার বাংলালায়ন দিয়েই দিব্যি ঢুকছিলো ঐ সাইট গুলোতে, ব্রডব্যান্ড কানেকশন দিয়েও ঢুকতেছিলো, বাট যেহেতু পিসি দিয়ে ব্যাবহার করা সম্ভব না তাই মাথা ঘামাই নি।
আর ভালো কথা, সরকার বলেই দিছিলো ২২ তারিখে খুলে দেয়া হবে, আমার হাতে হোয়াটস এপ অলরেডী কাজ করতেছে। ট্রাই করেন কাজ করে কিনা।

আরেক টা শেষ কথা ভাই, আপনি চিন্তা করেন আজকে আপনার বন্ধুটার সাথে চ্যাট করা থেকে কাল আপনার বন্ধু টা বেচে থাকা বেশী ইম্পর্ট্যান্ট কিনা আপনার কাছে।যারা মরে তারাও কারো বাপ, ভাই, বন্ধু।দয়া করে এটারে রাজনৈতিক লেখা না ভেবে একজন আমজনতার লেখা ভাববেন.

সরকার আজীবনের জন্যে Viber,Tango,WhatsApp,Facebook এর মত সাইট বন্ধ করে দিলেও আপনি নিশ্চিন্তে তা ব্যবহার করুন!!!!!

আমি আজ আপনাদের যা দেখাবো তা হলো VPN দিয়ে ব্লক করা সাইট যেমনঃ Viber,WhatsApp,Line,Facebook,Youtube etc. কি ভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ব্যাবহার করবেন...
আপনি VPN ব্যবহার করে ইন্টারনেটে আপনার লোকেশান হাইড করে রাখতে পারবেন।
আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের IP যদি কোন সাইট বন্ধ করে দেয়, আপনি অনায়াসে সেই সাইটে আবার ঢুকতে পারবেন।
টিউনটি মুলত আমার সেই শুভাকাঙ্খি বা পাঠকদের জন্যে যারা অ্যান্ড্রয়েড ২.৩ ব্যবহার করে...........
বিভিন্ন Apps ডাউনলোড দিয়েও কাজে লাগছেনা।
যারা অ্যান্ড্রয়েড ২.৩ থেকে আপগ্রেড ভার্সন ব্যবহার করেন তারাও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
কঠিন মনে হলে আমার আগের টিউনটি দেখতে পারেন !
আগের টিউন দেখতে এখানে
প্রাথমিক পর্যায়ে যে কাজটি করতে হবেঃ
রেজিস্ট্রেশন গিয়ে একটি আকাউন্ট খুলে নিন সফল ভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনার দেওয়া Username and Password (XXX) পরবর্তী ব্যবহারের জন্য কোথাও লিখে রাখুন
এখন আপনি স্কিনসর্ট অনুযায়ী যথাক্রমে সেটিংস করে নিন........................... 8-)
প্রথমে ওপেন করেন Settings app তারপর Wireless & networks সেটিং এ যান
VPN সেটিং এ ক্লিক করুন
Add VPN এ ক্লিক করুন 
Add L2TP/IPsec PSK VPN এ ক্লিক করুন 

VPN name এ ক্লিক করুন 
লিখুন VirusLink এবং OK বাটন ক্লিক করুন 

Set VPN server এ ক্লিক করুন

লিখুন gateway.publicvpn.net এবং OK বাটন ক্লিক করুন

Set IPsec pre-shared key এ ক্লিক করুন

Set IPsec pre-shared key দিন publicvpn.net এবং OK বাটন ক্লিক করুন

আপনার যা সেটিং করার দরকার ছিল সেই পর্ব শেষ
Back বাটন এ ক্লিক করুন.
Back বাটন যখন ক্লিক করবেন তখন পাসওয়ার্ড দিতে বলবে
আপনি Password দিন যা পর্বে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন
পাসওয়ার্ড দেওয়া শেষে OK ক্লিক করুন 
VPN কানেক্ট দিতে, তৈরি করা ভাইরাস লিঙ্ক "VirusLink" প্রোফাইলে এ ক্লিক করুন
এখন User Name এবং Password দিন যা পর্বে রেজিস্ট্রেশন করেছেন ( XXX )
Remember username বক্সে টিক দিন এবং Connect এ ক্লিক করুন 
ব্যাস আপনার কাজ শেষ :) :)
এখন আপনি আপনার কাজে নেমে পড়ুন............ বাংলাদেশ/ইন্ডিয়া যেকোন দেশের সরকার যে Apps বা সাইট বন্ধ করুক না কেন আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যা ভাল লাগে তাই করুন কেউ কিছু করতে পারবেনা। :twisted:

আর নই পক্সি ! এবার খেয়াল খুশী মতো আনলিমিটেড নেট চালান বাংলা লায়নে! বিস্ময়কর অফার!!!

হ্যা আমি যে কথা বলতে ছিলাম আপনি যদি আমার মত বাংলা লায়নের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনিও আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ১ এমবিপিএস গতিতে। আরেকটি কথা এখানে কোন ফেয়ার ইউসেজ পলিসী থাকছেনা। So, এবার আর রাখে কে! যা খুশী তাই ডাউনলোড করুন।

এই সংবাদটি প্রথমত আমার বিশ্বাস হচ্ছিলনা।
পরিশেষে আমার এক বন্ধুর বাংলা লায়নের ব্যবহার দেখে এবং বাংলা লায়নের ওয়েব সাইটে প্রবেশ করে নিশ্চিত হলাম কথাটা ১০০% খাটি। আসলে বাংলা লায়নেরও ইন্টারনেটের মূল্য অনেকটা বেশী ছিল। দায়ে পড়ে কিছুদিন বন্ধ রেখে টেলিটক চলছিল। গতকালকে আমি ১৪৯ টাকা বিকাশের মাধ্যমে রিচার্জ করে এ ই অফারটি পাই। এবং এখানো ব্যবহার করছি স্পীড সত্যিই ১ এমবিপিএস গতিতে।

তাহলে জেনে নিই এই প্যাকেজের বৈশিষ্ট:
১। যারা প্রিপেইড নতুন/পুরানো ইউজার তারা সবাই এই অফারের আওতা ভূক্ত। ১৪৯ টাকা রিচার্জ করে সব কিছু আনলিমিটেড ব্যবহার করতে পারবেন।
২। প্রতি মাসে সর্বোচ্চ ৫ বার রিচার্জ করে ব্যবহারের সুযোগ পাবেন।
৩। একবার রিচার্জ করলে এই অফারের মেয়াদ মাত্র ২ দিন। অর্থাত দুইদিনের মধ্যে আপনি যা খুশী তাই করতে পারবেন।
যেমন আমি এই পর্যন্ত প্রায় ৭ জিবির বেশী ডাউনলোড করে ফেলেছি। আগামী কালকে মেয়াদ শেষ হবে। এখনো ডাউনলোড চলছে। সারা রাত ধরে ভিডিও ফাইল ডাউনলোড করবে। গতকালকে সনি আর্ট চ্যানেলের আদালত, আহত, সিআইডি সমূহ ডাউনলোড করেছি। সুতরাং সুযোগ থাকতে আপনিও এটি গ্রহন করুন। আসলে মেয়াদ অনেক কম হলেও যারা ডাউনলোডপ্রেমী তারা অনেকটা হলেও ঘোলে সাধ মিটাতে পারবেন। এই রকম একটি সুযোগ প্রদান করার জন্য বাংলা লায়ন কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
আরেকটি কথা যারা প্রায় ৩ মাসের মত বাংলা লায়ন সংযোগ বন্ধ রেখেছিলেন তারা ৩৯৯/- টাকা রিচার্জ করলে ১ এমবিপিএস গতিতে ৮ জিবি ডাটা পাইবেন। মূলত একটিভেশনের পর হতে প্রথম ৩ মাস পর্যন্ত এই সুবিধা পাবেন।

গ্রামীণফোনে এমবির মেয়াদ বাড়ছে না? এইদিকে আসুন আর এমবির মেয়াদ বাড়িয়ে নিন নতুন পদ্ধতি তে!

হারামিরফোন আমাগো কিছুদিন পর পর বাঁশ দেয় এটা সবাই জানে।
মাঝে মাঝে জিপি থেকে অনেক ভালো ভালো অফার পাই কিন্তু মাঝে মাঝে জিপি এমন সব কাজ করে ইচ্ছা করে লবণ ছারা পানি দিয়া গিল্লা খাই।
গ্রামীণফোন আমাদের কাছ থেকে এত টাকা খায় তারপরেও ওরা আমাদের একটু সুযোগ সুবিধা দেয় না।
কিছু করতেও পারি না আর কচু গাছ এ ফাঁসি ও দিতে পারি না।
হাত বাঁধা আমাদের।
ওরা যতই বাঁশ দিক আমাদের তবুও আমাদের কষ্টের টাকা ওদের দিতেই হবে।
গ্রামীণফোন আমাদের সাথে তামাশা শুরু করছে।
আগে আমরা নিশ্চিন্তে এমবির মেয়াদ বাড়াতে পারতাম কিন্তু এখন আর ঐ পদ্ধতি কাজ করছে না।
বেপার না। আমরা এমবির মেয়াদ বাড়াবো।
প্রথমে আপনি *১১১*৬*৬# ডায়ল করে প্যাকেজ টি ডিএক্টিভ করে নিন।
তারপর সিম টা ১৫মিনিট বন্ধ রাখুন।
তারপর সিম ওপেন করে *৫০০*১# ডায়াল করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর *৫০০*১১*১# ডায়াল করুন।
থামেন আগেই এমবি চেক করবেন না। এখন ফোন টা বন্ধ করে আবার ওপেন করে দেখুন এমবির মেয়াদ ৩০দিন হয়ে গেছে।

Viber,Tango,WhatsApp,Line,MyPeople সরকার বন্ধ করে দিলেও আপনি নিশ্চিন্তে তা ব্যবহার করুন!!!!! (অ্যান্ড্রয়েড)

উল্লেখ্য যে, সরকার নিরাপত্তা জনিত কারনে বাংলাদেশে ভাইবার,ট্যাংগো,হোয়াটসএ্যাপ, লাইন আর মাইপিপল App বন্ধ করে দিয়েছে বিটিআরসি।
আগামী ২১শে জানুয়ারী পর্যন্ত এই এ্যাপ গুলো বন্ধ থাকবে। প্রয়োজনে নিষেধাজ্ঞার সময় আরো বাড়তে পারে।
আবার অনেকেই বলছেন, এটা আসলে অনির্দৃষ্টকালের জন্যেই বন্ধ করা হয়েছে।
কথা যাই হোক.......যদি বন্ধই করে তবে কোন চিন্তার কারণ নেই!
আমি আজ আপনাদের দেখাবো কিভাবে ব্লক করা সাইট গুলো চালাবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে :evil:
প্রথমে ডাউনলোড করে নিন SuperVPN নামের Apps.
লিংকঃ এখানে
অথবা,  Gogle PlayStore এ SuperVPN free client লিখে সার্চ দিন।
ডাউনলোড করা হয়ে গেলে Apps টি ইন্সটল করুন, ইন্সটল শেষে Open/Run করুন
নিচের ছবির মত আসবে

Connect বাটন এ ক্লিক করুন
I trust this application এ টিক দিন তারপর OK করুন
কিছুক্ষণ অপেক্ষা করুন কানেক্ট হয়ে গেলে মিনিমাইজ করে, চালান আপনার পছন্দের Viber,Tango,WhatsApp,Line,MyPeople etc. :)
আমার মনে হয়না, এর থেকে সহজ আর কিছু হতে পারে :) :) :)

Saturday, January 17, 2015

চোর কে ধরুন আপনার ফোনের সাহায্যে ।চোর ফোন নিতে গেলে সাথে সাথে ধরা পরবে

আজ আমি আপনাদের মাঝে যেই সফটওয়্যার টি শেয়ার করব সেটা হল এমন একটা সফটওয়্যার যেই সফটওয়্যার টি Active করে রেখে দিলে ফোনে কেও হাত দিলে বেজে উঠবে।
সফটওয়্যার টি প্রথমে ডাউনলোড করুন
সফটওয়্যার টি ডাউনলোড করুন এই সাইট থখে
ডাউনলোড করে ইন্সটল করুন।তারপর একটা স্কীন আসবে সেখানে Active বাটনে ক্লিক করে ফোনেটি রেখে দিন।এবং ফোন টি ধরুন এবার দেখুন যে ফোনটি বেজে উঠেছে।গুমানোর আগে Active করে রাখুন।

দেখা হবে আগামী পোস্ট এ ভালো থাকুন।

ভয়াবহ ঝুঁকিতে রয়েছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা (তাড়াতাড়ি জেনে নিন)

ভয়াবহ ঝুঁকিতে রয়েছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণগুলোর জন্য আর কোনো নিরাপত্তা আপডেট না ছাড়ার পরিকল্পনা করায় এই ঝুঁকি দেখা দিয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার বহুগুণে বেড়েছে।
আধুনিক সব রকম সুযোগ-সুবিধা থাকায় এর ব্যবহার ক্রমেই বাড়ছে।
কিন্তু সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে, এইসব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে ভয়াবহ নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণগুলোর জন্য আর কোনো নিরাপত্তা আপডেট না ছাড়ার পরিকল্পনা করছে গুগল।
বিবিসির এক প্রতিবেদনের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড ওএসের জন্য নিরাপত্তা আপডেট তৈরি করা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
যে কারণে এই নিরাপত্তা ঝুঁকির কথা উঠছে।
এতেকরে ৬০ শতাংশের বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড জেলি বিন, ৪.৩ অথবা এর চেয়ে পুরোনো সংস্করণগুলো ব্যবহার করেন তাদের ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
তবে অ্যান্ড্রয়েডের এই নিরাপত্তা বিষয়টিকে ‘সাইবার দুর্বৃত্তদের জন্য দারুণ এক খবর’ বটে।
সংবাদ মাধ্যমে বলা হযেছে, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান র‌্যাপিড৭-এর গবেষক টড বেয়ার্ডসলি, জো ভেনিক্স ও রাফি ব্লোচ নামের আরেক গবেষক মিলে অ্যান্ড্রয়েডে ওয়েবপেজ প্রদর্শনে ব্যবহৃত ওয়েবভিউ নামে একটি অংশের নিরাপত্তা ত্রুটি বিষয়ে গুগল কর্তৃপক্ষকে অবহিত করেন।
গুগল নতুন প্যাঁচ আপডেট করার পরিবর্তে জানিয়ে দেয়, এখন তারা শুধু কিটক্যাট ৪.৪ ও ললিপপের ৫.০ নিরাপত্তা ত্রুটি ঠিক করতেই কাজ করবে।
সংবাদ মাধ্যম বলেছে, একটি ব্লগ পোস্টে বেয়ার্ডলি বলেছেন, ‘গুগল বলেছে, গবেষকেরা যদি পারেন তারা এখন হতে অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণের নিরাপত্তা আপডেট ছাড়তে পারেন, গুগল এখন হতে আর এটি করবে না।
গুগলের অ্যান্ড্রয়েড সহযোগীদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে গুগল।
যে কারণে ৯৩ কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী গুগলের এই নিরাপত্তা আপডেট না পেয়ে রীতিমতো বিপদে পড়ে যাবেন বলে বিশেষঙ্গরা ধারণা করছেন।
যদিও পুরোনো সংস্করণে নিরাপত্তা আপডেট না আনলেও মাল্টিমিডিয়া প্লেয়ার আপডেট নাকি অব্যাহত থাকবে।
তবে অ্যাপ্লিকেশন নীতিমালার ক্ষেত্রেও গুগল সজাগ থাকবে- এমনটিই জানা গেছে।
অবশ্য গুগলের এই নীতিমালা পরিবর্তন প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছুই এখনও জানানো হয়নি। আবার গুগলের কোনো কর্মকর্তাও মুখ খোলেননি।

Friday, January 16, 2015

যাদের ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আছে শুধু তাদের জন্য মজার একটি অ্যাপ

বহু মানুষ ঘুমানো অবস্থায় কথা বলেন বা নানা কাজ করেন। কিন্তু এর রেকর্ড ছাড়া আপনি কখনো জানতে পারবেন না যে ঘুমের মধ্যে কি বলেছেন। এ মজার কাহিনীটি নিজেই দেখতে চাইলে ‘স্লিপ টক রেকর্ডার (Sleep Talk Recorder)’ নামিয়ে নিতে পারেন। আশা করি মজার অভিজ্ঞতা পাবেন।

খুব সহজে ডাউনলোড করুন Facebook Video কোন সফ্টওয়্যার ছাড়াই!

যেকোন ধরনের ডাউনলোডের ক্ষেত্রে Internet Download Manager (IDM) হলো সকলের প্রথম পছন্দ৷কিন্তু আপনার কাছে যদি ডাউনলোড করার কোন সফ্টওয়্যার না থাকে এবং অপনি যদি Facebook থেকে Video ডাউনলোড ক র তে চান কোন ছাড়াই, তবে আপনি সঠিক পোস্টটিই পড়ছেন৷
ইন্টারনেটে কিছু সাইট আছে যেগুলোর মাধ্যমে অন্য সাইটের ভিডিও ডাউনলোড করা যায়৷SaveFrom তেমন একটি সাইট যার মাধ্যমে আপনি 30+ টিরও বেশি সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন৷চলুন দেখি কিভাবে এর সাহায্যে Facebook থেকে ভিডিও ডাউনলোড করা যায়৷
  • প্রথমে এই সাইটে যান---> SaveFrom
  • এরপর URL Box এ Facebook এর Video URL টি পেস্ট করে Download বাটনে ক্লিক করুন৷
  • কিছুক্ষণ পর ডানপাশে Video টির বিভিন্ন ফরম্যাটের ডাউনলোড লিংক দেখতে পাবেন৷
  • এখন যেকোন একটি ডাউনলোড লিংকে ক্লিক করুন এবং সাথে সাথে আপনার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে৷

Thursday, January 15, 2015

ফেসবুকিং অথবা ইন্টারনেটে ব্রাউজিং? ভালো, কিন্তু...

একটি ছেলে অথবা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক দৃষ্টিতে চেয়ে আছে তার মুঠোফোনের স্ক্রিনের দিকে, কখনো আঙুল চালাচ্ছে কি-প্যাডে, কখনো বা আপন মনেই হেসে উঠছে- এ সবই আজকালকার দিনের খুব সাধারণ দৃশ্য। রাস্তাঘাটে বের হলে এমন দৃশ্য তো হরদমই চোখে পড়ে। আর শুধু বাইরের কথাই বা বলছি কেন? ঘরের ভেতরেও তো দিন-রাত একই কাহিনী চলছে। আগে যেখানে একদল মানুষ একসাথে হলে সারাক্ষণ গল্প-গুজবে মেতে থাকতো এখন সেখানে কিছুক্ষণ কথাবার্তার পরই সবাই মুঠোফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সবই আধুনিক প্রযুক্তির সুফল অথবা কুফল।



বর্তমান সময়ে একজন মানুষ প্রতিদিন গড়ে চার ঘন্টা মুখ গুঁজে পড়ে থাকে মুঠোফোন-ল্যাপটপের স্ক্রিনে, বইয়ের পাতার মাঝে, বছরে প্রায় ১৪৬০ ঘন্টা। কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন কি সামান্য এই মাথা নিচু করে তাকাতে আমাদের শরীরের উপর কি পরিমাণ চাপ পড়ে?

কিছুদিন আগে Surgical Technology International জার্নালে নিউ ইয়র্কের ব্যাক সার্জন (Back Surgeon) কেনেথ হ্যান্সরাজ মানুষের মেরুদণ্ডের কম্পিউটার মডেলের সাহায্যে এমনই একটি হিসাব প্রকাশ করেছেন।



হ্যান্সরাজ দেখিয়েছেন যে আমরা যখন ফেসবুক ব্যবহার করি, মোবাইলে এসএমএস আদান-প্রদান করি কিংবা অন্যান্য কাজে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি (০ ডিগ্রি কোণ) তখন আমাদের মাথায় যে ওজন পড়ে তা প্রায় ১২ পাউন্ডের সমান। 
সামনের দিকে মাথা ঝোঁকানোর মাত্রা যত বাড়তে থাকে, ঘাড়ের উপর চাপ ততই বাড়তে থাকে। মাথা যখন ঝুঁকে থাকে ১৫ ডিগ্রি ওজন তখন ২৭ পাউন্ডের মতো, ৩০ ডিগ্রির সময় ৪০ পাউন্ড। এভাবে আমাদের স্বাভাবিক যে অবস্থা হয় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সময় (৬০ ডিগ্রি) তাতে প্রায় ৬০ পাউন্ডের মতো ওজন আমাদের ঘাড়ের ওপর পড়ে! 
তুলনা করতে চান? এই ওজন প্রায় চারটি বোলিং বল অথবা আট বছর বয়সী কোনো বাচ্চার গড় ওজনের সমান। চিন্তা করা যায়? আপনি যখন মাথাটা ঝুঁকিয়ে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছেন তখন একটা বাচ্চা আপনার ঘাড়ের উপর বসে মনের আনন্দে আপনাকে ঘোড়া বানিয়ে খেলছে!





এই ক্রমবর্ধমান চাপ যে আমাদের দেহের জন্য মোটেও ভালো নয় তা বোধহয় না বললেও চলে। হ্যান্সরাজের মতে এই চাপ আমাদের নানা ধরণের স্নায়বিক দুর্বলতা থেকে শুরু করে পরবর্তীতে চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যাবার কারণ পর্যন্ত হয়ে দাঁড়াতে পারে! 

এখন কি তাহলে মোবাইল-ল্যাপটপ ফেলে দিয়ে দিন-রাত মূর্তির মতো বসে থাকতে হবে?

এ ব্যাপারে মাসক্যুলোস্কেলেটাল (Musculoskeletal) ফিজিওথেরাপিস্ট টামের সাবেট বলেন, শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহারকেই ঘাড় ব্যাথার জন্য দায়ী করা ঠিক হবে না। এর পেছনে একইসাথে বয়স, লিঙ্গ, পেশার ধরণ, পেশাগত চাপ, পেশাগত ভিন্নতা এবং নানা ধরণের সাইকো-স্যোশাল ফ্যাক্টর জড়িত আছে। শুধু মোবাইল ফোনের কথা বললে আসলে বাকিগুলোর অস্তিত্বকে অস্বীকার করা হয়।
তার মতে, হ্যান্সরাজের হিসাবটি কেবলই একটি গাণিতিক মডেল যার রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা। তাই একে আদর্শ হিসেবে মেনে নেয়ার আগে ব্যাপারটি নিয়ে বিস্তর গবেষণা প্রয়োজন আছে বলেই তিনি অভিমত দিয়েছেন। 

অনেক হলো ,ঘাড় থেকে আট বছর বয়সী বাচ্চাটাকে এবার নামানো দরকার। অনেকক্ষণ ধরেই বসে আছে সে। তবে একটু সাবধান থাকলেই কি ভালো না?

তথ্যসুত্রঃ
(১) http://www.smh.com.au
(২) http://www.theatlantic.com
(৩) http://www.sciencealert.com