The Home of Technology

Select your Language

| | | | | | | Blogger Tips And Tricks|Latest Tips For BloggersFree BacklinksBlogger Tips And Tricks | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |

Wednesday, January 21, 2015

সরকার আজীবনের জন্যে Viber,Tango,WhatsApp,Facebook এর মত সাইট বন্ধ করে দিলেও আপনি নিশ্চিন্তে তা ব্যবহার করুন!!!!!

আমি আজ আপনাদের যা দেখাবো তা হলো VPN দিয়ে ব্লক করা সাইট যেমনঃ Viber,WhatsApp,Line,Facebook,Youtube etc. কি ভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ব্যাবহার করবেন...
আপনি VPN ব্যবহার করে ইন্টারনেটে আপনার লোকেশান হাইড করে রাখতে পারবেন।
আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের IP যদি কোন সাইট বন্ধ করে দেয়, আপনি অনায়াসে সেই সাইটে আবার ঢুকতে পারবেন।
টিউনটি মুলত আমার সেই শুভাকাঙ্খি বা পাঠকদের জন্যে যারা অ্যান্ড্রয়েড ২.৩ ব্যবহার করে...........
বিভিন্ন Apps ডাউনলোড দিয়েও কাজে লাগছেনা।
যারা অ্যান্ড্রয়েড ২.৩ থেকে আপগ্রেড ভার্সন ব্যবহার করেন তারাও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
কঠিন মনে হলে আমার আগের টিউনটি দেখতে পারেন !
আগের টিউন দেখতে এখানে
প্রাথমিক পর্যায়ে যে কাজটি করতে হবেঃ
রেজিস্ট্রেশন গিয়ে একটি আকাউন্ট খুলে নিন সফল ভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনার দেওয়া Username and Password (XXX) পরবর্তী ব্যবহারের জন্য কোথাও লিখে রাখুন
এখন আপনি স্কিনসর্ট অনুযায়ী যথাক্রমে সেটিংস করে নিন........................... 8-)
প্রথমে ওপেন করেন Settings app তারপর Wireless & networks সেটিং এ যান
VPN সেটিং এ ক্লিক করুন
Add VPN এ ক্লিক করুন 
Add L2TP/IPsec PSK VPN এ ক্লিক করুন 

VPN name এ ক্লিক করুন 
লিখুন VirusLink এবং OK বাটন ক্লিক করুন 

Set VPN server এ ক্লিক করুন

লিখুন gateway.publicvpn.net এবং OK বাটন ক্লিক করুন

Set IPsec pre-shared key এ ক্লিক করুন

Set IPsec pre-shared key দিন publicvpn.net এবং OK বাটন ক্লিক করুন

আপনার যা সেটিং করার দরকার ছিল সেই পর্ব শেষ
Back বাটন এ ক্লিক করুন.
Back বাটন যখন ক্লিক করবেন তখন পাসওয়ার্ড দিতে বলবে
আপনি Password দিন যা পর্বে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন
পাসওয়ার্ড দেওয়া শেষে OK ক্লিক করুন 
VPN কানেক্ট দিতে, তৈরি করা ভাইরাস লিঙ্ক "VirusLink" প্রোফাইলে এ ক্লিক করুন
এখন User Name এবং Password দিন যা পর্বে রেজিস্ট্রেশন করেছেন ( XXX )
Remember username বক্সে টিক দিন এবং Connect এ ক্লিক করুন 
ব্যাস আপনার কাজ শেষ :) :)
এখন আপনি আপনার কাজে নেমে পড়ুন............ বাংলাদেশ/ইন্ডিয়া যেকোন দেশের সরকার যে Apps বা সাইট বন্ধ করুক না কেন আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যা ভাল লাগে তাই করুন কেউ কিছু করতে পারবেনা। :twisted: