হ্যা আমি যে কথা বলতে ছিলাম আপনি যদি আমার মত বাংলা লায়নের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনিও আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ১ এমবিপিএস গতিতে। আরেকটি কথা এখানে কোন ফেয়ার ইউসেজ পলিসী থাকছেনা। So, এবার আর রাখে কে! যা খুশী তাই ডাউনলোড করুন।
এই সংবাদটি প্রথমত আমার বিশ্বাস হচ্ছিলনা।
পরিশেষে আমার এক বন্ধুর বাংলা লায়নের ব্যবহার দেখে এবং বাংলা লায়নের ওয়েব সাইটে প্রবেশ করে নিশ্চিত হলাম কথাটা ১০০% খাটি। আসলে বাংলা লায়নেরও ইন্টারনেটের মূল্য অনেকটা বেশী ছিল। দায়ে পড়ে কিছুদিন বন্ধ রেখে টেলিটক চলছিল। গতকালকে আমি ১৪৯ টাকা বিকাশের মাধ্যমে রিচার্জ করে এ ই অফারটি পাই। এবং এখানো ব্যবহার করছি স্পীড সত্যিই ১ এমবিপিএস গতিতে।
তাহলে জেনে নিই এই প্যাকেজের বৈশিষ্ট:
১। যারা প্রিপেইড নতুন/পুরানো ইউজার তারা সবাই এই অফারের আওতা ভূক্ত। ১৪৯ টাকা রিচার্জ করে সব কিছু আনলিমিটেড ব্যবহার করতে পারবেন।
২। প্রতি মাসে সর্বোচ্চ ৫ বার রিচার্জ করে ব্যবহারের সুযোগ পাবেন।
৩। একবার রিচার্জ করলে এই অফারের মেয়াদ মাত্র ২ দিন। অর্থাত দুইদিনের মধ্যে আপনি যা খুশী তাই করতে পারবেন।
যেমন আমি এই পর্যন্ত প্রায় ৭ জিবির বেশী ডাউনলোড করে ফেলেছি। আগামী কালকে মেয়াদ শেষ হবে। এখনো ডাউনলোড চলছে। সারা রাত ধরে ভিডিও ফাইল ডাউনলোড করবে। গতকালকে সনি আর্ট চ্যানেলের আদালত, আহত, সিআইডি সমূহ ডাউনলোড করেছি। সুতরাং সুযোগ থাকতে আপনিও এটি গ্রহন করুন। আসলে মেয়াদ অনেক কম হলেও যারা ডাউনলোডপ্রেমী তারা অনেকটা হলেও ঘোলে সাধ মিটাতে পারবেন। এই রকম একটি সুযোগ প্রদান করার জন্য বাংলা লায়ন কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
আরেকটি কথা যারা প্রায় ৩ মাসের মত বাংলা লায়ন সংযোগ বন্ধ রেখেছিলেন তারা ৩৯৯/- টাকা রিচার্জ করলে ১ এমবিপিএস গতিতে ৮ জিবি ডাটা পাইবেন। মূলত একটিভেশনের পর হতে প্রথম ৩ মাস পর্যন্ত এই সুবিধা পাবেন।