1. X-15
এই বিমানটি সম্পর্কে অনেকে বলে এই বিমানটি রকেটের গতির মত গতি সম্পন্ন কিন্তু এটা একটা কথার কথা । যাই হোক এই বিমানটি ঘন্টায় ৪৫২০ মাইল পাড়ি দিয়েছে গত মার্চ মাসে । এটাই এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ দ্রুতগতি সম্পন্ত বিমান ।
2. SR-71 Blackbird
এই বিমানটি ও অনেক দ্রুতগতি সম্পন্ন । এই বিমানটি প্রতি ঘন্টায় ২২০০ মাইল পথ পাড়ি দেয়ার রেকর্ড আছে । এটি ১৯৯৮ সালে মাত্র ১ ঘন্টা ৫৪ মিনিটে লন্ডন থেকে নিউইয়র্কে পৌছায় ।
3. MiG-25 Foxbat
এই বিমানটি ঘন্টায় ২১১৫ মাইল পথ পাড়ি দিতে সক্ষম । এটা একটি রাশিয়ান জেট বিমান ।
4. XB-70 Valkyrie
এটা আমেরিকানদের একটি জেট বিমান । এটা ঘন্টায় ২০০০ মাইল পাড়ি দিতে পারে । কিন্তু মাত্র দুটি বিমানই আমেরিকানরা তৈর করেছিল । দূর্ঘটনার কারনে ১৯৬৬ সালে একটি বিমান ক্র্যশ হয় এবং অপরটি এখন আমেরিকার জাতীয় যাদুঘরে রাখা আছে ।
5. F-15 Eagle
এটি একটি রাশিয়ান জেট বিমান যার গতি ঘন্টায় সর্বোচ্চ ১৮৭৫ মাইল । রাশয়া এখন পর্যন্ত এই রকমের ২০২৫ টি বিমান সক্রিয় রেখেছে ।
6. MiG-31 Foxhound
এই বিমানের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮৬৮ মাইল ।
7. F-111 Aardvark
এই বিমানটি যেমন দ্রুত চলতে পারে । এই বিমানটি বিশেষ করে যুদ্ধের জন্যই তৈরি করা হয়েছ যাতে লক্ষ্যবস্ততে আঘাত করতে পারে টার্গেট মত ।এর সর্বোচ্চ গতিবেগ ১৮৫০ মাইল । এটা একটি অস্ট্রেলিয়ান জেট বিমান ।
8. F-14 Tomcat
এটি আমেরিকান নেভিদের একটি জেট বিমান যার গতি ঘন্টায় ১৫৪৪ মাইল । কিন্তু ২০০৬ সালের পর থেকে বিমানটি অবসর নিয়েছে । কিন্তু বিমানটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখন আয়ারল্যান্ড রয়েছে ।
9. Tupolev Tu-144
এটা ফ্রান্সের একটি বিমান যার গতিবেগ ঘন্টায় ১৫৫০ মাইল । কিন্তু এই বমানটি ১৯৭৮ সালে অবসরপ্রাপ্ত হয়ে এখন রেস্ট নিচ্ছে ।
10. F-4 Phantom
এই বমানটি ১৯৫৮ সালে প্রথম উড্ডয়ন করে । এর গতিবেগ ছিল ঘন্টায় ১৪৭২ মাইল ।
No comments :
Post a Comment