The Home of Technology

Select your Language

| | | | | | | Blogger Tips And Tricks|Latest Tips For BloggersFree BacklinksBlogger Tips And Tricks | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |

Monday, January 12, 2015

আপনি কি জিরো ফেসবুক ইউজ করছেন? তাহলে এই পোস্ট আপনার জন্য…

জিরো ফেসবুক ইউজ করছেন আর নিজের অজান্তেই নিজের সম্মান খোয়াচ্ছেন। কিভাবে খোয়াচ্ছেন জানেন? নিচের লেখাটি পড়ুন সব ক্লিয়ার হয়ে যাবে............

 

জিরো ফেসবুকওয়ালদের দুঃখে ফেসবুক চালানো বাদ দিতে হবে দেখছি!
ল্যাপটপ থেকে ফেসবুক চালাচ্ছি, কেউ কোনো পোস্টে লাইক বা কমেন্ট করলো , নোটিফিকেশন আসলো......ক্লিক করলাম নোটিফিকেশনের উপর!
পরবর্তী পেজে গেলেই মাথা গরম হয়ে যায় " Sorry, 0.facebook.com is only supported by select mobile carriers and is not available from your mobile carrier."
ওই পেইজ আর দেখা যায়না।
জিপি, বাংলালিংক, রবি আর এয়ারটেল জিরো ফেসুবক সাপোর্ট করে।
অর্থাৎ এই অপারেটরগুলো দিয়ে ইন্টারনেট ব্রাউজ করলে জিরো ফেসবুক সাপোর্ট করে।
টেলিটক, বাংলালায়ন, কিউবি, অলো কিংবা ব্রডব্যান্ড কানেকশনগুলো জিরো ফেসবুক সাপোর্ট করেনা। আর যারা এগুলা ব্যবহার করে ফেসবুক ব্রাউজ করে তারাই বিরক্তির সম্মুখীন হচ্ছে।
কিন্তু যারা জিরো ফেবু চালায় তারা জানেই না যে তারা অনেককে বিরক্ত করে চলেছে!!
কিছুদিন আগেও জিরো ফেসবুক আর নরমাল ফেসবুক নোটিফিকেশনের মধ্যে এমন কোনো পার্থক্য ছিলো না।
কিন্তু ইদানিং জিরো ফেসবুক কারা ব্যবহার করে তাদের চেনার জন্যই হয়ত এই সিস্টেম চালু করেছে ফেবু কর্তৃপক্ষ!
মূলকথা হলো এটাও বিজনেস!
কারণ আপনি জিরো ফেসবুক দিয়ে কারোর স্ট্যাটাসে কিংবা কোনো পেইজ বা গ্রুপের পোস্টে লাইক অথবা কমেন্ট করবেন তখন সে এধরনের বিরক্তির সম্মুখীন হবেঃ
আপনার সম্পর্কে তার মনোভাব খারাপ হবে যে আপনি জিরো ফেসবুক ইউজ করেন!
আর আপনি আপনার রেপুটেশন ধরে রাখার জন্য মেগাবাইট কিনে ফেসবুক ইউজ করবেন! বুঝেছেন ব্যবসার পলিসি? ;)
পারসোনালি আমি ল্যাপটপে টেলিটক ইন্টারনেট ব্যবহার করি। আর আমিও সেই মাপের বিরক্ত হই! :/
সুতরাং নিজেই নিজের অজান্তে জিরো ফেসবুক ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব নষ্ট করছেন!
এরপর ভেবে দেখুন জিরো ফেসবুক ব্যভার করবেন নাকি নরমাল ফেসবুক।
বিঃদ্রঃ কারো মনে আঘাত দেওয়ার জন্য আমি টিউন লিখিনি, এই বিষয়টি অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্যই এই টিউন।
Post টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে করুন সেয়ার নিচের SHARE থেকে----

Click here to like us & stay updated.