আজকাল
শর্টকাট ভাইরাস খুব ভালো ভাবেই জালাতন করছে।usb তে কোন স্টোরেজ ডিভাইস
প্রবেশ করালেই শর্তহীন ভাবে শর্টকাট ভাইরাস আপনার সব ফাইল ফোল্ডার গুলোকে
নিস্বার্থ ভাবে নিজের মত শর্টকাট করে ফেলছে। আসুন দেখি এই বেচারাকে কি করা
যায়।
প্রথমে আপনার পিসি থেকে cmd,run as
administrator হিসেবে ওপেন করুন।এরপর আপনার এফেক্টেড ইউএসবির ড্রাইভ লেটার
চমদ তে লিখুন।ধরুন যদি আপনার পেন্ড্রাইভ টি হয়ে থাকে G তাহলে cmd তে লিখুন
g:
এর পর enter চাপ দিন।
cmd তে দেখুন g: এভাবে এসেছে।এরপর লিখুন আমি যেভাবে লিখছি:
attrib /s /d -r -s -h
এরপর enter চাপুন।
ব্যস হয়ে গেল কাজ।।এরপর দেখুন শর্টকাট ফাইল গুলো পেনড্রাইভের উপরে বা নিচে জমা হয়েছে আর মুল ফাইল গুলো ঠিক হয়ে গেছে।
বুঝতে কারো সমস্যা হলে কমেন্ট করে জানান।
No comments :
Post a Comment