The Home of Technology

Select your Language

| | | | | | | Blogger Tips And Tricks|Latest Tips For BloggersFree BacklinksBlogger Tips And Tricks | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |

Wednesday, January 21, 2015

গ্রামীণফোনে এমবির মেয়াদ বাড়ছে না? এইদিকে আসুন আর এমবির মেয়াদ বাড়িয়ে নিন নতুন পদ্ধতি তে!

হারামিরফোন আমাগো কিছুদিন পর পর বাঁশ দেয় এটা সবাই জানে।
মাঝে মাঝে জিপি থেকে অনেক ভালো ভালো অফার পাই কিন্তু মাঝে মাঝে জিপি এমন সব কাজ করে ইচ্ছা করে লবণ ছারা পানি দিয়া গিল্লা খাই।
গ্রামীণফোন আমাদের কাছ থেকে এত টাকা খায় তারপরেও ওরা আমাদের একটু সুযোগ সুবিধা দেয় না।
কিছু করতেও পারি না আর কচু গাছ এ ফাঁসি ও দিতে পারি না।
হাত বাঁধা আমাদের।
ওরা যতই বাঁশ দিক আমাদের তবুও আমাদের কষ্টের টাকা ওদের দিতেই হবে।
গ্রামীণফোন আমাদের সাথে তামাশা শুরু করছে।
আগে আমরা নিশ্চিন্তে এমবির মেয়াদ বাড়াতে পারতাম কিন্তু এখন আর ঐ পদ্ধতি কাজ করছে না।
বেপার না। আমরা এমবির মেয়াদ বাড়াবো।
প্রথমে আপনি *১১১*৬*৬# ডায়ল করে প্যাকেজ টি ডিএক্টিভ করে নিন।
তারপর সিম টা ১৫মিনিট বন্ধ রাখুন।
তারপর সিম ওপেন করে *৫০০*১# ডায়াল করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর *৫০০*১১*১# ডায়াল করুন।
থামেন আগেই এমবি চেক করবেন না। এখন ফোন টা বন্ধ করে আবার ওপেন করে দেখুন এমবির মেয়াদ ৩০দিন হয়ে গেছে।