বন্ধুরা, ফেইসবুক আমাদের একটি গুরুত্বপূর্ণ বিনোদন এর মাধ্যম,,,
প্রতিদিন কিছুক্ষণ এর জন্য ফেসবুকে ঢু না মারলে আমাদের তো প্রাণই যেন চলেই না,,,,
প্রতিদিন কিছুক্ষণ এর জন্য ফেসবুকে ঢু না মারলে আমাদের তো প্রাণই যেন চলেই না,,,,
কিন্তু আমরা অধিকাংশই ফেসবুক এপস টা ব্যবহার করি , ,
কিন্তু এই এপস টা ডাকাতের মত মেগাবাইট কাটে,,,,
আর যে পরিমাণ র্যাম খায় তা আর বলার দরকার নাই।
আমার তো রেম এর অভাবে প্রায় সেট ই হ্যাং হয়ে থাকে,,,,
তাছাড়া ফেইসবুক ডেভেলপার রা হয়তো বা আগে জানত না যে আমাদের মত রাস্ট্রে এখনো ১ জিবি ডেটা প্যাক কিনতে লাগে ৩৪৫ টাকা!!!
আর নিয়মিত ফেসবুক এপস চালাইলে মাসে ২ গিগা ডেটা শুধু ফেইসবুক এর জন্যই বরাদ্দ করতে হবে!!!!
আর তাই আজ আমি আপনাদের সাথে এমন এক এপস শেয়ার করব যা দ্বারা আপনি কম ডেটা খরচ করে দ্রুত গতিতে ফেসবুক চালাতে পারবেন।
এই এপস টা তে র্যাম ও খাবে কম,,
মোবাইল থাকবে সচল,,,
ডেটা ও কম খাবে,,,,
মোবাইল থাকবে সচল,,,
ডেটা ও কম খাবে,,,,
খুবই দ্রুত লাইক কমেন্ট ও পেইজ লোড হবে,,,,
সাইজ মাত্র ২৫৮ কিলোবাইট
ডাউনলোড করুন এখান থেকে-
তো আসেন দেখে নেই রি এপস এর রিভিও
তো আর কি?? মজায় মজায় ফেসবুক ব্রাউজ করুন!