আমরা অনেকে ফ্রী এন্টিভাইরাস সহ বিভিন্ন এন্টিভাইরাসের ট্রায়াল ভার্সন ব্যবহার করি ।
আর নিচিন্তে নাকে তেল দিয়ে কাজ চালিয়ে যাই ।
আপনি জানেন কি এসব এন্টিভাইরাসের অধিকাংশই পিসিকে স্লো করে দেয় । আর ইন্টারনেটে যে সব ফ্রী এন্টিভাইরাস পাওয়া যায় সেগুলোর অধিকাংশই ভাইরাস ।
কি বিশ্বাস হচ্ছে না ?
এর ফাঁদে অনেকেই পড়তেছে আর দু-দিন পরপর কম্পিউটার নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে ।
আপনি নিজেও হয়তো জানেন না আপনার সাধের এন্টিভাইরাস কাজ করতেছে, না শুধুই ঝামেলা করতেছে ।
আজ আমি আপনাদের একটা ছোট টিপস্ দেব যার মাধ্যমে আপনি সহজেই জেনে নিতে পারবেন আপনার সাধের এন্টি-ভাইরাসের কর্মকান্ড ।
নোটপ্যাড ওপেন করুন (New Text Document.TXT) এবং নিচের কোডটি কপি-পেষ্ট করে দিন
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
এখন নোটপ্যাডের ফাইলটি রি-নেম করুন New Text Document.TXT থেকে myfile.com এ ।
অতঃপর আপনার এন্টি-ভাইরাস দিয়ে myfile.com ফাইলটি স্ক্যান করুন ।
যদি আপনার এন্টি-ভাইরাসটি সঠিকভাবে কাজ করে তাহলে একটা ওয়ার্নিং ম্যাসেস আসবে এবং myfile.com ফাইলটি ডিলিট করে দেবে ।
অন্যথায় বুঝে নিন আপনার কম্পিউটারের নিরাপত্তায় আপনি কার উপর নির্ভরশীল হয়ে আছেন ।
No comments :
Post a Comment