প্রয়োজনীয় উপকরণঃ
- গুগল ক্রোম ব্রাউজার
- একটি ব্রাউজার এক্সটেনশন
- এক্সটেনশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
যেভাবে এক ক্লিকে সব মেসেজ ডিলেট করবেনঃ
ব্রাউজারে ফেসবুক ডিলেট অল মেসেজ এক্সটেনশনটি যদি ঠিক ভাবে সংযোজিত হয়ে থাকে তাহলে তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুকে লগ-ইন করুন এবং নিচের নির্দেশনা অনুসরণ করুন।
- বামপাশের মেনুবার থেকে মেসেজ অপশনে ক্লিক করুন।
- মেসেজের পেইজটি ওপেন হলে বামপাশ থেকে ক্রল করে সবগুলো মেসেজ বের করে ফেলুন।
- ব্রাউজারের এড্রেসবারের ডানপাশে এক্সটেনশনটির আইকন দেখতে পাবেন (শুধু মেসেজ পেইজে আইকন দেখা যাবে)।
- আইকনটিতে ক্লিক করুন, তাহলে যে অপশন গুলো আসবে সেখান থেকে সবুজ ব্যাকগ্রাউন্ডে থাকা Launch অপশনে ক্লিক করুন।
- আপনার মেসেজ ডিলেটের কাজ শুরু হয়ে গেছে, এখন ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। আমার সবগুলো মেসেজ ডিলেট হতে প্রায় ১০মিনিটের মতো সময় লেগেছিলো।
No comments :
Post a Comment