টিমভিউয়ার(Teamviewer)
হল ইন্টারনেট বেইস একটি সফটওয়্যার । যা দিয়ে আপনি পৃথিবীর এক প্রান্তে বসে
আরেক প্রান্তে থাকা আপনার অফিস বা বন্ধুর কম্পিউটার সহজে নিয়ন্ত্রণ করতে
পারবেন! যেমন আপনি আপনার কম্পিউটারের সামনে বসে করতে পারেন ! অর্থাৎ এখন
থেকে আপনি পৃথিবী যেখানে থাকুন না কেন আপনার ল্যাপটপ, কম্পিউটার আপনার
নিয়ন্ত্রনের মধ্যে থাকবে ! অর্থাৎ আপনার বন্ধুর সমস্যার সমাধান করতে পারবেন
। সমস্যার সমাধান করতে অব্যশই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ও পিসিতে
টিমভিউয়ার(Teamviewer) ইন্সটল করতে হবে । আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করতে এই লিংকে ক্লিক করেন । আর পিসি জন্য এই লিংকে ক্লিক করেন । অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করুন নিচের চিত্রের মত আসবেঃ
TeamViewer ID এর ঘড়ে আপনার পার্টনার পিসির আইডির নাম্বার দিন এরপর Remote
Control এ চাপুন । তারপর আপনার পার্টনার আইডির পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করেন ।
সব কিছু ঠিক মত করলে কানেক্ট হয়ে যাবে । এখন আপনার হাতের কাছে আছে
টিমভিউয়ারটি লগিন করে সব কিছু কাজ সেরে নিতে পারবেন। চাইলে বন্ধ করে দিতে
পারবেন কিন্তু অন করতে পারবেন না । কারন নেট কানেকশন ছাড়া কিছুই করতে
পারবেন না । আপনি এখন যেকোন ফাইল শেয়ার করতে পারবেন মুহুর্তেই ।
আর আপনার যদি নেট স্পিড ভাল থাকে তাহলে পাবেন সুপার স্পীড ।
Thursday, February 12, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment