গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারির খবর নতুন কিছু নয়।
কিন্তু এবার ফোনের ব্যাটারির মাধ্যমে নজরদারি করতে পারেন সাইবার দৃবৃত্তরাও।
তাই বুঝতেই পারছেন ফোনের ব্যাটারি সর্বনাশ ঘটাতে পারে।
স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর গোয়েন্দা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারির খবর নতুন কিছু নয়।
বেশিরভাগ স্মার্টফোনে জিপিএস চিপ থাকে, যার মাধ্যমে সহজেই স্মার্টফোন নজরদারির আওতায় থাকে।
যারা নজরদারি এড়াতে চান, তারা সহজ বুদ্ধিতে জিপিএস ফিচারটি বন্ধ করে রাখেন।
কিন্তু মোবাইল ফোনে নজরদারি করার অন্য আরেকটি উপায়ও রয়েছে।
পদ্ধতিটি হলো অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির ওপর নজরদারি করা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইসরায়েলের সরকারি সংস্থার গবেষকরা মোবাইল
ফোনের ব্যাটারির মাধ্যমে নজরদারি করার পদ্ধতিটির বিস্তারিত তথ্য দিয়েছেন।
এই পদ্ধতিতে স্মার্টফোন ব্যাটারির চার্জে খুব সামান্য হেরফের হওয়ার বিষয়টি
হিসাব করে মোবাইল ব্যবহারকারী কোথায় কোথায় যান, সে বিষয়টি সহজেই ধরা যায়।
মোবাইল ফোনের টাওয়ার হতে মোবাইল ফোনে পিং পেতে কী ধরনের বাধা আসে, তা নির্ণয় করে খুব সহজেই ব্যবহারকারীর অবস্থান বের করা যায়।
টাওয়ারের অবস্থান দূরে হলে অথবা কোনো ভবন বা পাহাড়ের কারণে পিং পেতে সমস্যা হলে মোবাইল ফোনে তখন বাড়তি কিছুটা শক্তি খরচ করে থাকে।
ব্যবহারকারী
মোবাইল ফোন নিয়ে কোথায় কোথায় যান সে বিষয়টি যদি কিছুদিন ধরে নজরে রাখা হয় ও
এই রুটিন যদি স্বাভাবিক হয়, তাহলে ৯০ শতাংশ নির্ভুলভাবে ব্যবহারকারীর
অবস্থান শনাক্ত করা সম্ভব।
কিন্তু ফোন ব্যবহারকারী যদি রুটিনমাফিক না চলাচল করেন, তাহলে তার অবস্থান শনাক্ত করার সম্ভাবনা ৬০ শতাংশে নেমে আসবে।
সংবাদ মাধ্যম বলছে, বিশেষজ্ঞরা এই বিষয়টি নিয়ে বলেছেন, স্মার্টফোনে এভাবে নজরদারির বিষয়টি প্রকৃতপক্ষে উদ্বেগের কারণ হতে পারে।
কারণ এই ধরনের নজরদারি হলে ব্যাটারি খুলে রাখা ছাড়া তা এড়িয়ে যাওয়ার আর কোনো জুতসই পথ নেই।
এই ধরনের তথ্য সংগ্রহের ক্ষেত্রে মোবাইল ফোনের সাধারণ কোনো অ্যাপই যথেষ্ট।
এই ধরনের অ্যাপকে ব্যাটারি ব্যবহারবিষয়ক তথ্য সংগ্রহে গুগলেরও কোনো বাধা নেই।
দুর্বৃত্তরা চাইলেই এরকম কোনো অ্যাপ তৈরি করে সহজেই ব্যবহারকারীর ওপর নজরদারি স্থাপন করতে পারেন।
তাই ব্যাটারী থেকে সাবধান থাকতে হবে।
নইলে আপনি বুঝে ওঠার আগে যা ঘটার ঘটে যাবে।
তখন আর আপনার করার কিছুই থাকবে না।
Thursday, February 26, 2015
Friday, February 13, 2015
How to save charge in your android
It is important to know the way how to reduce the use of battery of your android
Follow the instruction---
1. Reduce the brightness of screen
2. Off the unnecessary software
3. Stop the Wifi, Bluetooth and other radio system
4. Stop push notification
5. Keep screen lock when you don't use it
6. Update your operating system when it requires
By this way you can safe good amount of power of your battery.
If you like it tweet and share it on facebook.
Follow the instruction---
1. Reduce the brightness of screen
2. Off the unnecessary software
3. Stop the Wifi, Bluetooth and other radio system
4. Stop push notification
5. Keep screen lock when you don't use it
6. Update your operating system when it requires
By this way you can safe good amount of power of your battery.
If you like it tweet and share it on facebook.
Thursday, February 12, 2015
এন্ড্রয়েডে চার্জ ধরে রাখার কিছু দরকারি টিপস ।
মার্টফোনগুলো যেন একেকটি পূর্ণাঙ্গ কম্পিউটার। এমনকি সাধারণ কম্পিউটারের
চেয়েও বাড়তি কিছু পাওয়া যায় স্মার্টফোনে। কিন্তু সব ব্যবহারকারীরই
প্রায় এক অভিযোগ, ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকে না। আগের জমানার মোবাইল
ফোনগুলোর তুলনায় স্মার্টফোনে কাজ করার সুযোগ অনেক বেশি বলে ব্যাটারিও বেশি
ব্যবহূত হচ্ছে। তবে সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে ব্যাটারির চার্জ বেশি
সময় ধরে রাখা যায়। আসুন এক নজরে জেনে নেই—————————-
পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখা- (Brightless)
অপারেটিং সিস্টেম হালনাগাদ- (Firmware Update)
পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখা- (Brightless)
- স্মার্টফোনের পর্দার ব্রাইটনেস বা ঔজ্জ্বল্য কমিয়ে রাখা ভালো। ফোনের সেটিংস থেকে এটি পরিবর্তন করা যায়, আবার কোনো কোনো মোবাইলে ব্রাইটনেস পরিবর্তনের জন্য শর্টকাট কি-ও থাকে। কিছুদিন ব্যবহার করলেই কম আলোর পর্দার সঙ্গে মানিয়ে নেওয়া যায়। পাশাপাশি কিছুক্ষণ ব্যবহার না করা হলে স্বয়ংক্রিয়ভাবে পর্দার আলো বন্ধ রাখার সুবিধাটিও চালু রাখা উচিত।
- জিপিআরএস/এজ, জিপিএস, ওয়াই-ফাই, ব্লুটুথের মতো বেতার সংযোগগুলো প্রয়োজনের সময় ছাড়া বন্ধ রাখা উচিত। কারণ, এই সংযোগগুলো চালু থাকলে সেগুলো নিকটবর্তী সংযোগ উৎসটি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। আর এই সময়ে যে পরিমাণ ব্যাটারি খরচ হয়, তা সেবা ব্যবহারের সময়ের চেয়েও বেশি।
- ই-মেইল, ফেসবুক, গুগল প্লাস, টুইটারসহ আরও বিভিন্ন ধরনের অ্যাপলিকেশনে ‘পুশ নোটিফিকেশন’ নামের একটি সুবিধা থাকে। যেটি চালু থাকলে মোবাইল ফোনটি একটি নির্দিষ্ট সময় পর পর সার্ভার থেকে নতুন তথ্য সংগ্রহ করে। ফলে প্রয়োজন না থাকলেও নির্দিষ্ট সময় পর পর ফোনটি নিজের মতো করে কাজ করবে, আর চার্জ খরচ হবে।
- স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য যখনই সম্ভব মোবাইল নেটওয়ার্কভিত্তিক ইন্টারনেট যেমন জিপিআরএস/এজ, থ্রিজির তুলনায় তারহীন ওয়াই-ফাই ভালো। পরীক্ষা করে দেখা গেছে, ওয়াই-ফাই ব্যবহারের সময় অন্যান্য প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারের চেয়ে কম ব্যাটারি খরচ হয়। বাসা, অফিস বা অন্য কোথাও ইন্টারনেট ব্যবহারর সময় সেখানে যদি ওয়াই-ফাই থাকে, তবে সেখানে যুক্ত হতে পারেন।
- ব্যবহার করা না হলে ফোনটি লক করে রাখা উচিত। লক থাকা অবস্থাতেও কল এবং এসএমএস আসবে। ফোন লক করা না থাকলে স্বয়ংক্রিয়ভাবে কিছু সেবা চলে এবং স্বাভাবিকবাবেই এতে ব্যাটারি খরচ হয়। আর লক করার আরও একটি সুবিধা হলো, ভুলবশত পর্দার কোথাও আঙুলের চাপ পড়ে কল চলে যাবে না বা কোনো অ্যাপ খুলবে না।
- স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করা যায়। এগুলোর ব্যবহারের জন্য বিভিন্ন মাত্রার মেমোরি, প্রসেসিং পাওয়ার লাগে। যেমন ভিডিও দেখা বা উচ্চ মানের গ্রাফিকসের গেম খেলার জন্য যে পরিমাণে ব্যাটারি খরচ হয়, তার থেকে অনেক কম ব্যাটারি খরচ হয়, যদি নোট লেখা বা ই-বুক পড়ার অ্যাপ ব্যবহার করা হয়। আবার একাধিক অ্যাপ একই সঙ্গে ব্যবহার করা হলেও দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যেতে পারে। যেমন গান শোনা এবং একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করা।
- ব্যবহার শেষ হলে অ্যাপটি বন্ধ রাখা উচিত। অনেক ক্ষেত্রেই অ্যাপটি মিনিমাইজ করে রাখা হলেও নেপথ্যে প্রসেসিং চলতে থাকে। ইন্টারনেটে যুক্ত থেকে ডেটা আদান-প্রদানও করতে থাকে বেশ কিছু অ্যাপ। অথচ এই সময়ে অ্যাপটি ব্যবহূত হচ্ছে না।
- বিশেষ প্রয়োজন ছাড়া ফোন সব সময়ই কক্ষতাপমাত্রায় ব্যবহার করা উচিত। মোবাইল ফোন কখনোই অতিরিক্ত ঠান্ডা বা গরম স্থানে ফেলে রাখা উচিত নয়। সুবিধাজনক তাপমাত্রায় না থাকলে মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, এমনকি ফোনটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণত সব মোবাইল ফোনের জন্য সুবিধাজনক তাপমাত্রা হলো ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
অপারেটিং সিস্টেম হালনাগাদ- (Firmware Update)
- মোবাইল ফোন সফটওয়্যারটির (ফার্মওয়্যার নামেও পরিচিত) সাম্প্রতিকতম সংস্করণটি ব্যবহার করা ভালো। Android- Jelly Bean/Ice Cream Sandwich ইত্যাদি অপারেটিং সিস্টেম নির্মাতার সব সময়ই ফোনের বিভিন্ন ত্রুটি সংশোধনের জন্য কাজ করে যাচ্ছেন। নতুন সংস্করণগুলোতে সেই বৈশিষ্টগুলো সংযোজন করা হয়ে থাকে। সাধরণত এই হালনাগাদগুলো বিনা মূল্যে নামানোর সুযোগ পাওয়া যায়। এমনকি ফোনে ব্যবহূত সব অ্যাপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সাম্প্রতিকতম সংস্করণগুলোতে অনেক নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়ে থাকে এবং আগের ত্রুটিগুলো সংশোধন করা হয়ে থাকে, যেগুলো অ্যাপটি সঠিকভাবে ব্যবহারে সহযোগিতা করে থাকে।
- দ্রুত চার্জ শেষ হয়ে যায় বলে অনেকেই অতিরিক্ত ব্যাটারি সঙ্গে রাখেন। যেন প্রয়োজনের সময় একটির চার্জফুরিয়ে গেলে অপরটি ব্যবহার করা যায়। বর্তমান সময়ের সব স্মার্টফোনেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের ফোন দ্রুত চার্জ করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পাওয়া যায়। আবার অনেকেই অতিরিক্ত চার্জার ব্যবহার করেন। কেউ কেউ আবার ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় কিছুক্ষণ পরপরই চার্জ করার চেষ্টা করেন। তবে জেনে রাখা ভালো, লিথিয়াম-আয়নভিত্তিক ব্যাটারিগুলোর ইলেকট্রন কিছুদিন পর পর পরিবর্তন হওয়া উত্তম। তাই মাসে অন্তত একবার ফোনের চার্জ সম্পূর্ণ শেষ হতে দিয়ে পুনরায় চার্জ করা উচিত। এতে ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করা যায়।
অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার পিসি নিয়ন্ত্রণ ও ফাইল শেয়ার করুন
টিমভিউয়ার(Teamviewer)
হল ইন্টারনেট বেইস একটি সফটওয়্যার । যা দিয়ে আপনি পৃথিবীর এক প্রান্তে বসে
আরেক প্রান্তে থাকা আপনার অফিস বা বন্ধুর কম্পিউটার সহজে নিয়ন্ত্রণ করতে
পারবেন! যেমন আপনি আপনার কম্পিউটারের সামনে বসে করতে পারেন ! অর্থাৎ এখন
থেকে আপনি পৃথিবী যেখানে থাকুন না কেন আপনার ল্যাপটপ, কম্পিউটার আপনার
নিয়ন্ত্রনের মধ্যে থাকবে ! অর্থাৎ আপনার বন্ধুর সমস্যার সমাধান করতে পারবেন
। সমস্যার সমাধান করতে অব্যশই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ও পিসিতে
টিমভিউয়ার(Teamviewer) ইন্সটল করতে হবে । আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করতে এই লিংকে ক্লিক করেন । আর পিসি জন্য এই লিংকে ক্লিক করেন । অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করুন নিচের চিত্রের মত আসবেঃ
TeamViewer ID এর ঘড়ে আপনার পার্টনার পিসির আইডির নাম্বার দিন এরপর Remote Control এ চাপুন । তারপর আপনার পার্টনার আইডির পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করেন । সব কিছু ঠিক মত করলে কানেক্ট হয়ে যাবে । এখন আপনার হাতের কাছে আছে টিমভিউয়ারটি লগিন করে সব কিছু কাজ সেরে নিতে পারবেন। চাইলে বন্ধ করে দিতে পারবেন কিন্তু অন করতে পারবেন না । কারন নেট কানেকশন ছাড়া কিছুই করতে পারবেন না । আপনি এখন যেকোন ফাইল শেয়ার করতে পারবেন মুহুর্তেই ।
আর আপনার যদি নেট স্পিড ভাল থাকে তাহলে পাবেন সুপার স্পীড ।
TeamViewer ID এর ঘড়ে আপনার পার্টনার পিসির আইডির নাম্বার দিন এরপর Remote Control এ চাপুন । তারপর আপনার পার্টনার আইডির পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করেন । সব কিছু ঠিক মত করলে কানেক্ট হয়ে যাবে । এখন আপনার হাতের কাছে আছে টিমভিউয়ারটি লগিন করে সব কিছু কাজ সেরে নিতে পারবেন। চাইলে বন্ধ করে দিতে পারবেন কিন্তু অন করতে পারবেন না । কারন নেট কানেকশন ছাড়া কিছুই করতে পারবেন না । আপনি এখন যেকোন ফাইল শেয়ার করতে পারবেন মুহুর্তেই ।
আর আপনার যদি নেট স্পিড ভাল থাকে তাহলে পাবেন সুপার স্পীড ।
এক ক্লিকে মুছে ফেলুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকা সব মেসেজ। জেনে রাখলে আপনার প্রাইভেসি রক্ষার্থে কোনদিন হয়তো কাজে লাগবে।
প্রয়োজনীয় উপকরণঃ
- গুগল ক্রোম ব্রাউজার
- একটি ব্রাউজার এক্সটেনশন
- এক্সটেনশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
যেভাবে এক ক্লিকে সব মেসেজ ডিলেট করবেনঃ
ব্রাউজারে ফেসবুক ডিলেট অল মেসেজ এক্সটেনশনটি যদি ঠিক ভাবে সংযোজিত হয়ে থাকে তাহলে তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুকে লগ-ইন করুন এবং নিচের নির্দেশনা অনুসরণ করুন।
- বামপাশের মেনুবার থেকে মেসেজ অপশনে ক্লিক করুন।
- মেসেজের পেইজটি ওপেন হলে বামপাশ থেকে ক্রল করে সবগুলো মেসেজ বের করে ফেলুন।
- ব্রাউজারের এড্রেসবারের ডানপাশে এক্সটেনশনটির আইকন দেখতে পাবেন (শুধু মেসেজ পেইজে আইকন দেখা যাবে)।
- আইকনটিতে ক্লিক করুন, তাহলে যে অপশন গুলো আসবে সেখান থেকে সবুজ ব্যাকগ্রাউন্ডে থাকা Launch অপশনে ক্লিক করুন।
- আপনার মেসেজ ডিলেটের কাজ শুরু হয়ে গেছে, এখন ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। আমার সবগুলো মেসেজ ডিলেট হতে প্রায় ১০মিনিটের মতো সময় লেগেছিলো।
Save MB in android mobile
In our android mobile set, whet the mobile data service is on it continuously keep wasting our MB. So, it causes additional cost for us. if you want to stop it just follow the instruction--
1. Go to your mobile setting.
2. Then go to data usage
3. Then you will find the list of software where is the amount how much data the software has used. Click on the software,
4. Then click the check box Restrict background data
That's it. Now it will not disturb you any more.
Join Us Facebook
Comment and share from bellow...
1. Go to your mobile setting.
2. Then go to data usage
3. Then you will find the list of software where is the amount how much data the software has used. Click on the software,
4. Then click the check box Restrict background data
That's it. Now it will not disturb you any more.
Join Us Facebook
Comment and share from bellow...
Sunday, February 8, 2015
দুই ক্লিক এ ১০০ বারের বেশি Refresh করুন
আমি আজ আমি আপনাদেরকে এমন একটি টিপস দিব,যার সাহাজ্যে আপনাদেরকে বার
বার Refresh করতে হবেনা, যদি আমার এই ট্রিক ফলো করেন।
*প্রথমে কম্পিউটারের Desktop এ গিয়ে মাউস এর উপর হাত রেখে Right বাটন এ ক্লিক করেন।
*তারপর new লিখার উপর ক্লিক করেন
*তারপর Shortcut লিখার উপর ক্লিক করেন।
*ক্লিক করার পর দেখবেন একটি বক্স open হয়েছে।
*বক্স এর মধ্যে আপনি tree লিখে next button ক্লিক করেন।
*xp হলে next দিয়ে finish দিবেন।আর windows 7 হলে finish দেন।
এখন আপনি আপনার desktop এ দেখবেন একটি Shortcut এসেছে।
আপনি Shortcut লিখার উপর ৪ থেকে ৫ বার duboll click করেন।তাহলে আপনাকে বার বার Refresh করতে হবেনা।
বার Refresh করতে হবেনা, যদি আমার এই ট্রিক ফলো করেন।
*প্রথমে কম্পিউটারের Desktop এ গিয়ে মাউস এর উপর হাত রেখে Right বাটন এ ক্লিক করেন।
*তারপর new লিখার উপর ক্লিক করেন
*তারপর Shortcut লিখার উপর ক্লিক করেন।
*ক্লিক করার পর দেখবেন একটি বক্স open হয়েছে।
*বক্স এর মধ্যে আপনি tree লিখে next button ক্লিক করেন।
*xp হলে next দিয়ে finish দিবেন।আর windows 7 হলে finish দেন।
এখন আপনি আপনার desktop এ দেখবেন একটি Shortcut এসেছে।
আপনি Shortcut লিখার উপর ৪ থেকে ৫ বার duboll click করেন।তাহলে আপনাকে বার বার Refresh করতে হবেনা।
Check your Mobile- Is it real or not !!!
Test your Mobile it may be your favorite android, whether it is real or not. It will be more helpful if you can know it before buying it. I have a vary easy solution for you which will help you....
1. Dial *#06# to know the IMEI no of your mobile
2. or it is written on the mobile packet and inside the mobile
4. Give the number here &
5. Have a news good or bad for you
Ok, that's all for today. Click here for other incormation
Join us facebook
comment and share it from bellow..
Tuesday, February 3, 2015
Solve The Shortcut Virus problem
In our computer, we randomly face the shortcut virus problem in our computer which make shortcut virus in our computer. You can solve this problem very easily with a software.
To download the software click here.
it's ID is=5BC74 & Key=A82V-N7A6-05KW-JTY3
Enjoy....
If you like it Comment on it and share with your friend...
Like us in facebook and stay updated...
To download the software click here.
it's ID is=5BC74 & Key=A82V-N7A6-05KW-JTY3
Enjoy....
If you like it Comment on it and share with your friend...
Like us in facebook and stay updated...
Solve showing random advertise problem on your browser
Using Internet browser in our computer sometime we can see various add in our screen due to some virus, sometime it is set in the website but sometime it is a problem of your browser which is set by one kind of virus with a wrong click of you on a systematized advertisement. To solve this problem just download this soft from here and run it.
Find us on Facebook...
Find us on Facebook...
Subscribe to:
Posts
(
Atom
)